জামিন পেয়ে ওসির বিচার চাইলেন সেই নেত্রী

জামিনে মুক্তি পেয়ে উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরীন মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

এর আগে গতকাল বুধবার (১৯ মার্চ) একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মেয়ে সারজিনা মিমসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই দিনই তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ইসরাত জাহান শিরীন। এ সময় জেলা মহিলা দলসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহান শিরীন বলেন, গত ১১ মার্চ বরগুনা থানায় মেয়ের জামাই মো. সোহানের নামে একটি মামলা করা হয়। পরে ১৮ মার্চ আনুমানিক রাত ১০টার দিকে বরগুনা থানার এসআই সাইদুর ফোন দিয়ে বলেন জামাই সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর শুনেই তৎক্ষণিক আমার মেয়ে সারজিনা মিম ও তার দুই বছরের বাচ্চা এবং আমার বোনের ছেলে অনিককে সঙ্গে নিয়ে থানায় যাই। এ সময় আমার মেয়ের জামাইকে একটু পরে থানার হাজতখানায় নেওয়ার জন্য এসআই সাইদুলকে অনুরোধ করি। এছাড়াও আমার মেয়ে চিৎকার দিয়ে দৌড়ে তার স্বামীর কাছে ছুটে যেতে চাইলে মেয়েকে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। পরে মহিলা পুলিশ ডেকে আমাদেরকে থানা থেকে ঘার ধাক্কা দিয়ে বের করে দিতে বলা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওসি দেওয়ান জগলুল হাসানসহ অন্য পুলিশ সদস্যরা মোবাইলে আমাদের ছবি ধারণ করেন। এছাড়াও আমাকে উদ্দেশ্য করে রাস্তার মহিলা বলে গালাগালি করেন। এ সময় আমি প্রতিবাদ করি এবং আমি বাজে মাহিলা না জানিয়ে দলীয় লোকজনদের কাছে আমার বিষয়ে তাদেরকে খোঁজ নিতে বলি। তবে ওসি তা না করে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম উল্লেখ করে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলার একপর্যায়ে আমাকে গ্রেপ্তারের কথা বলেন। পরবর্তীতে আমি ও আমার মেয়ে সারজিনা মিমের বিরুদ্ধে ওসি দেওয়ান জগলুল হাসান ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সরকারি কাজে বাধা প্রদান উল্লেখ করে একটি মিথ্যা মামলা করেন।

এ ঘটনার বিচার দাবি করে ইসরাত জাহান শিরীন বলেন, পুলিশের ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছি আমি। বরগুনা থানার ওসির এমন কার্যকালাপের ঘটনায় আমার মানসম্মান ক্ষুণ্নসহ আমার দলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ও আমার মেয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়েরকৃত হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ চাই। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচারের দাবি জানাই।

এ বিষয়ে বরগুনা জেলা মহিলা দলের সভাপতি এবং বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রঞ্জুআরা শিপু বলেন, শিরীনের সঙ্গে খারাপ আচরণের খবর শুনে আমি থানায় যাই। পরে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য একটি মুচলেকা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার কথা জানিয়ে ওসিকে অনুরোধ করলেও তিনি রাজি হননি। এছাড়াও তাদের সঙ্গে যাতে কেউ দেখা করতে না পারে সে নির্দেশনাও দেন তিনি। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। শিরীনের সঙ্গে যা হয়েছে এতে আমাদের মহিলা দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
২৩ মার্চ: আজকের এই দিনের ঘটনাগুলো Mar 23, 2025
img
গুলি করে মহিষ ব্যবসায়ীদের ৮০ লাখ টাকা ছিনতাই Mar 23, 2025
img
ইয়েমেনের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা Mar 23, 2025
img
হাসিনাবিরোধী আন্দোলন নিয়ে জানলেও আমরা হস্তক্ষেপ করতে পারিনি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী Mar 23, 2025
সেনাবাহিনীকে নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ Mar 23, 2025
ঢাকার সড়কে রিকশা নিয়ন্ত্রণে ডিএমপির পরীক্ষামূলক ‘ট্র্যাপার’ স্থাপন Mar 23, 2025
শাহবাগে আ.লীগ নি'ষিদ্ধে ডাকা সমাবেশে যা জানালেন হাসনাত আবদুল্লাহ Mar 23, 2025
রাজনৈতিক দল গুলোকে আ.লীগ ইস্যূতে যা বললেন আমার দেশ সম্পাদক Mar 23, 2025
ইনক্লুসিভ ইলেকশনের বয়ান নিয়ে যা বললেন হাসনাত Mar 23, 2025
আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা নিয়ে যা বলছেন শিক্ষার্থীরা Mar 23, 2025