পাঁচ লাখ গাজাবাসীকে অস্থায়ীভিত্তিতে আশ্রয় দিতে রাজি মিসর

ফিলিস্তেনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাঁচ লাখ ফিলিস্তিনিকে অস্থায়ীভিত্তিতে সিনাইয়ে আশ্রয় দিতে রাজি আছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল সিসি। লেবাননের সংবাদমাধ্যম আল-আকবারের বরাতে শুক্রবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
 
দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংস নগরীতে পরিণত হয়েছে গাজা। গাজাকে পুনর্গঠন করতে কাজ করছেন আরব বিশ্বের নেতারা। মিসরের প্রেসিডেন্ট তাদের জানিয়েছেন, যখন গাজা পুনর্গঠনের কাজ চলবে, তখন অস্থায়ীভিত্তিতে পাঁচ লাখ ফিলিস্তিনিকে সিনাইয়ে আশ্রয় দিতে পারবেন তিনি।

আল-আকবরের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও সৌদি আরবে আরব নেতাদের মধ্যে বিগত সপ্তাহগুলোতে যেসব বৈঠক হয়েছে সেখানে তাদের এ ব্যাপারে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট। তবে মিসর বা আরব বিশ্বের কোনো দেশ এ ব্যাপারে মন্তব্য করেনি।
 
গত মাসে আরব নেতারা একটি সম্মেলন করেন। সেখানে গাজাকে তিন ধাপে পুনর্গঠনের পরিকল্পনা করা হয়। যেটি বাস্তবায়ন করতে ৫০ বিলিয়ন ডলারের বেশি খরচ পড়বে। এই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় প্রায় ৫ লাখ বাড়ি তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বিমানবন্দরও বানানা হবে।

তবে এমন পরিকল্পনার মধ্যেই গাজার আবারও ভয়াবহ হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। গত সোমবার রাতে বর্বর বোমাবর্ষণ করে একরাতেই চারশর বেশি মানুষকে হত্যা করে তারা। এই হত্যাযজ্ঞ এখনো অব্যাহত আছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ হুমকি দিয়েছেন, হামাস যদি তাদের জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় ইসরায়েলের স্থায়ী নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

এমআর/টিএ 
  


Share this news on: