জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেইলর আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভেঙে আড়াই বছরের নিষেধাজ্ঞায় আছেন, যা আগামী জুনে শেষ হবে।
নিষেধাজ্ঞা শেষে কোচিং ক্যারিয়ার শুরু করার কথা ভাবলেও, ৩৯ বছর বয়সী টেইলর এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ভাবছেন। তিনি ক্রিকইনফোকে বলেছেন, শারীরিক ও মানসিকভাবে কেমন অনুভব করছেন, সেটা জানার পর যদি মনে হয়, খেলা সম্ভব, তবে তিনি আবার খেলতে চান।
তিনি আরও জানান, তিনি ২০২৭ বিশ্বকাপে অংশগ্রহণ করতে চান, যদিও সে সময় তার বয়স হবে ৪১ বছর। জিম্বাবুয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক, এবং টেইলর বিশ্বাস করেন, তিনি তখনও খেলতে পারবেন।
২০২২ সালের জানুয়ারিতে টেইলর আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম লঙ্ঘন করার কথা স্বীকার করেছিলেন। তাকে ভারতে ডাকা হয়েছিল টি-২০ লিগের জন্য, কিন্তু সেখানে একটি ব্যবসায়ী তাকে কোকেন খাইয়ে এবং ম্যাচ পাতানোর জন্য চাপ প্রয়োগ করেন, যা পরে আইসিসিকে জানাতে দেরি হওয়ায় তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এসএস