জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে যা বললেন তাসকিন

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তবে গত বছর তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। এরপর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য তাকে টি-টোয়েন্টি স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ইনজুরির কারণে। এই সময়টাতে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লিটন দাস।

লিটনের নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জিতে টাইগাররা। কিন্তু স্থায়ীভাবে এই ফরম্যাটটিতে কে অধিনায়কত্ব পাবেন তা নিয়ে আলোচনা চলছে। সেই সম্ভাব্য তালিকায় রয়েছেন তাসকিন আহমেদও।

জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে তাসকিন বলেন, 'এটা বোর্ডের কল, বোর্ড যাকে বিবেচনা করবে সেই করবে। দিনশেষে আমি একজন খেলোয়াড়, সবসময় এনজয় করতে চাই। নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য। বোর্ড যদি কখনো মনে করে তখন আলাদা বিষয়।'

জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাসকিন প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বোর্ড চাইলে চেষ্টা করব ইন শা আল্লাহ।'

'আল্লার রহমত, ফ্যামিলির দোয়া, উনাদের সাপোর্ট সব মিলিয়ে আসলে একটু একটু করে বেড়ে উঠছি। নিজের জায়গা থেকে তো সবসময় উন্নতির চেষ্টা করছি। তাদের ভালোবাসা, দোয়া, রহমত এগুলো থেকে নিজেরও মন চায় যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারি।'


এসএস

Share this news on: