সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক চ্যালেঞ্জ ও সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করে তিনি।

নির্বাচনকেন্দ্রিক সংস্কার আগে করে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

তিন বলেন, দেশ কঠিন সময় পার করছে, রাজনীতিবিদ ও সরকারে থাকা সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অলীক ধারণা বা আবেগ দিয়ে চিন্তা করলে সংস্কার করা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের দেওয়া সংস্কার প্রস্তাব পরীক্ষা করছে বিএনপি।

তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব।

এসএম/টিএ

Share this news on: