গাজীপুরে ডাকাতের হামলায় যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে সজীব নামে এক যুবক ডাকাতের কবলে পড়ে নিহত হয়েছেন। এসময় দুই ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আটটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বড়ই বাড়ি- জামালপুর আঞ্চলিক সড়কের মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়াচালা নির্জন এলাকায় প্রতিনিয়তই ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে জামালপুর থেকে সজীব ও রয়েল নামে দুই যুবক মোটরসাইকেল যুগে হাটুরিয়াচালা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ডাকাত দলের সদস্যরা তাদের ধাওয়া করলে মোটরসাইকেল ফেলে ডাকাতদের হাত থেকে বাঁচতে দৌড়ে যাবার সময় ডাকাত দলের সদস্যরা তাকে ছুরিকাঘাতে করে।

এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। এসময় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

দুই ডাকাত সদস্যকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি করে পুলিশ। কালিয়াকৈর থানা পুলিশের অপারেশন ওসি যোবায়ের ঘটনা নিশ্চিত করেছেন।

আরএ/টিএ

Share this news on: