‘সিকান্দার’ -এ থাকবে ‘গজনী’র মতো চমক, জানালেন এ. আর. মুরুগাদোস!

সালমান খানের পরবর্তী বড় রিলিজ ‘সিকান্দার’ নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে! পরিচালনায় আছেন গজিনী-খ্যাত এ.আর. মুরুগাদোস, আর প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। তবে এটা শুধু একটি অ্যাকশন ফিল্ম নয়, মুরুগাদোস জানালেন, গজিনী-র মতোই এই সিনেমায় থাকবে একটি বড় চমক যা দর্শকদের আবেগে নাড়া দেবে।

মুরুগাদোস বলেন, “গজিনী ছিল প্রেমিক-প্রেমিকার সম্পর্ক নিয়ে। কিন্তু সিকান্দার এক স্বামী-স্ত্রীর গল্প। কীভাবে আজকের যুগে পরিবার চলে, সম্পর্ক কীভাবে বদলায়, সেই দিকটাই তুলে ধরা হবে এতে।”

যেমন গজিনী-তে আমির-আসিনের প্রেম কাহিনি সিনেমার কেন্দ্রবিন্দু ছিল, ঠিক তেমনি সিকান্দার-এও থাকবে এক গভীর আবেগময় গল্প, যা দর্শকদের চোখে জল এনে দিতে পারে।

 পরিচালক আরও বললেন, “ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যাঁ কৌন যারা ভালোবেসেছেন, তাদের জন্যও এই ছবি উপভোগ্য হবে!”

গজিনী শুরুতে মনে হয়েছিল শুধুই একটি অ্যাকশন থ্রিলার। কিন্তু তার প্রেম ও আবেগই শেষমেশ দর্শকদের মন জয় করেছিল। সিকান্দার-এও এমনই চমক প্রতিশ্রুতি দিলেন মুরুগাদোস।

সিনেমাটিতে সালমান খানের বিপরীতে থাকছেন রশ্মিকা মন্দানা।

এবছর ঈদে মুক্তি পাবে ‘সিকান্দার’।

এসএম/টিএ

Share this news on: