হবু বরের সঙ্গে নতুন অ্যালবাম সেলেনার

দুজনেই সংগীত অঙ্গনের জনপ্রিয় মুখ। সুরের ছন্দেই একে অপরের সঙ্গে জড়িয়েছেন সম্পর্কে। বাগদান সম্পন্ন হয়েছে এরইমধ্যে। এখন বিয়ের পিঁড়িতে বসার পালা।

যৌথ জীবন শুরুর আগে যৌথ গানে শ্রোতাদের মাতাতে এবার প্রেমিক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে মিউজিক অ্যালবাম আনতে চলেছেন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ।

কিছুদিন আগেই সেলেনা গোমেজ আভাস দিয়েছিলেন, নতুন অ্যালবাম নিয়ে আসছেন তিনি। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে সে অ্যালবাম। সঙ্গে চমক হলো, অ্যালবামটি করেছেন প্রেমিক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে।

অ্যালবামের নাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’। এতে রয়েছে ১৪টি গান।

অ্যালবামের প্রথম গান ‘ইয়ংগার অ্যান্ড হটার দ্যান মি’ মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। এতে সেলেনার সঙ্গে দেখা দিয়েছেন ব্ল্যাঙ্কোও।
অ্যালবাম প্রকাশনা উপলক্ষে স্পটিফাইতে একটি সাক্ষাৎকার দিয়েছেন যুগল। সেখানে সেলেনা বলেন, ‘আমরা সকালে ঘুম থেকে উঠেই আলোচনা শুরু করতাম; অ্যালবামের গানগুলো কেমন হবে, তা নিয়ে কথা বলতাম।’

অন্যদিকে ব্ল্যাঙ্কো জানান, তিনি শুধু সেলেনার কথা ও চিন্তাভাবনা বোঝার চেষ্টা করতেন, আর সেটাই তুলে ধরেছেন গানে। তাঁর ভাষ্য, ‘মাঝেমধ্যে সেলেনা এমন কিছু কথা বলে ফেলত, যেটা হয়তো সে নিজেও উপলব্ধি করেনি। তবে আমি সেটা টুকে রাখতাম এবং ভাবতাম, এটা তো গানের জন্য অসাধারণ একটি লাইন!’ ব্ল্যাঙ্কো বলেন, ‘এই অ্যালবাম থেকে আমাদের খুব বেশি কিছু চাওয়ার নেই।

কারণ আমরা চেয়েছি শুধু দুজনের সমন্বয়ে কিছু একটা করতে। এই অ্যালবামের সবচেয়ে সুন্দর দিক হলো, এটা তৈরি করতে গিয়ে আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার কাজ।’

শিল্পীদ্বয় জানিয়েছেন, এই অ্যালবামে তাঁদের সঙ্গে কাজ করেছেন আমেরিকান সংগীতশিল্পী ফিনিয়াস ও’কনেল ও চার্লি এক্সসিএক্স। সবগুলো গানই সেলেনার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ