আর্জেন্টিনার বিপক্ষে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল

এরই মধ্যে এদেরসনের অনুপস্থিতি ব্রাজিল শিবিরে উদ্বেগ তৈরি করেছিল, এবার আরও এক অভিজ্ঞ গোলরক্ষক আলিসনকেও হারাল দলটি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়ে জাতীয় দল ছাড়িয়ে ক্লাব লিভারপুলে ফিরে গেছেন তিনি।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে এক সংঘর্ষে ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন ও কলম্বিয়ান ডিফেন্ডার দাভিনসন সানচেস মাথায় আঘাত পান।

আঘাত পাওয়ার পর কিছুক্ষণ মাঠেই পড়ে ছিলেন তারা। দ্রুত ছুটে আসেন দুই দলের চিকিৎসকরা। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সানচেস, আর প্রাথমিক চিকিৎসার পর হেঁটে মাঠ ছাড়েন আলিসন।

গণমাধ‍্যমের প্রতিবেদনে বলা হয়, চোট পাওয়ার পর মাথা ঘোরানোয় সতর্কতার অংশ হিসেবে তুলে নেওয়া হয় ৩২ বছর বয়সী আলিসনকে। লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিল ছেড়ে ইংল‍্যান্ডে ফিরে যাচ্ছেন তিনি।

“মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবেন।”

কলম্বিয়াকে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। বাছাইয়ের সেরা ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে।

১২ পয়েন্টে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে লিভারপুল। দলটি আগামী ২ এপ্রিল এভারটনের মুখোমুখি হবে।

এসএস

Share this news on: