ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ১৬ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। ঘটনার সময় সমুদ্র উত্তাল ছিল বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। এ ঘটনায় একজন অস্ট্রেলীয় নারী নিহত এবং কমপক্ষে একজন আহত হয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে বালির কাছে একটি জনপ্রিয় দ্বীপ নুসা পেনিদা যাচ্ছিল সি ড্রাগন ২ নৌকাটি।
দ্বীপের পুলিশ প্রধান ইদা বাগুস পুত্রা সুমের্তা এএফপিকে জানিয়েছেন, নৌকাটি তখন বড় ঢেউয়ের কবলে পড়ে এবং ডুবে যায়। ঘটনার পরে কাছের একটি নৌকা অস্ট্রেলিয়ান পর্যটসহ ১১ জনকে উদ্ধার করে।
ইদা আরো জানিয়েছেন, কমপক্ষে দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন পর্যটককে মৃত ঘোষণা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, কমপক্ষে দুইজন অস্ট্রেলিয়ান আহত হয়েছেন এবং তারা মৃত ব্যক্তির পরিবারকে কনস্যুলার পরিষেবা প্রদান করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কঠিন সময়ে আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
নিরাপত্তার মান দুর্বল থাকার কারণে দক্ষিণ-পূর্ব এশীয় প্রায় ১৭ হাজার দ্বীপের দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা।
২০১৮ সালে সুমাত্রা দ্বীপে বিশ্বের গভীরতম হ্রদগুলোর মধ্যে একটিতে ফেরি ডুবে গেলে ১৫০ জনেরও বেশি লোক মারা যায়।
এফপি/এসএন