বাইডেনসহ বেশ কয়েক জনের নিরাপত্তা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

নিজের পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসসহ বাইডেন প্রশাসনের বেশ কয়েক জন কর্মকর্তা ও ডেমোক্রেটিক পার্টির কয়েক জন উচপর্যায়ের নেতার রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার (২১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দেন ট্রাম্প। নিজের পোস্টে বলেন, যাদের নিরাপত্তা প্রত্যাহার করা হবে তাদের একটি তালিকাও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাদের পরিবারের সদস্যরা, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, বাইডেন প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, বাইডেনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব সুলিভান, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনসহ সাবেক বাইডেন প্রশান ও ডেমোক্রেটির পার্টির জ্যেষ্ঠ নেতাদের অনেকেই রয়েছেন এ তালিকায়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, তার পরিবারের সদস্যরা এবং রাষ্ট্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা অবসরে যাওয়ার পরও নিরাপত্তা সুবিধা পান। এটি যুক্তরাষ্ট্রের ঐতিহ্য। তবে ট্রাম্প এই ঐতিহ্য আর টেনে নিতে আগ্রহী নন বলে জানিয়েছেন তিনি।

এছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের এতদিন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানানো হতো। এখন থেকে আর এ ব্যাপারটি ঘটবে না বলেও নিজের পোস্টে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প বলেন, “আমি এই মর্মে জানাচ্ছি যে সাবেক সরকারের লোকজনদের নিরাপত্তা যেন প্রত্যাহার করে নেওয়া হয়, সেজন্য সরকারের সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আরও জানাচ্ছি যে এখন থেকে যেন সাবেক সরকারের কাউকে রাষ্ট্রীয় গোপন তথ্য সম্পর্কে অবহিত করা না হয়— সে নির্দেশও দেওয়া হয়েছে।”

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অপি করিম Mar 25, 2025
img
নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা Mar 25, 2025
img
সাভারে চলন্ত বাসে বাসযাত্রীদের ‘জিম্মি করে লুট’ Mar 25, 2025
img
এবার ইফতারের মুহূর্তে ফিলিস্তিনি পরিবারের বাড়ি দখল করে নিল ইসরাইলিরা Mar 25, 2025
img
বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, সংবিধান সংস্কারে প্রয়োজন গণপরিষদ নির্বাচন : নাহিদ ইসলাম Mar 25, 2025
img
পবিত্র কাবায় একদিনে নামাজ আদায় করল ৩০ লাখ মুসল্লি Mar 25, 2025
img
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা Mar 25, 2025
img
‘সহিংস আন্দোলনে’ রূপ নিয়েছে বিরোধীদের বিক্ষোভ : এরদোয়ান Mar 25, 2025
img
সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে : ইউজিসি চেয়ারম্যান Mar 25, 2025
img
হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন হাসনাত Mar 25, 2025