হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন হাসনাত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে। হামলায় তিনিসহ এসসিপির পাঁচ-ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে হান্নান দাবি করেন। 

সোমবার রাত পৌনে ১১টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে আহত অবস্থায় হান্নান মাসউদের একটি ছবিসহ পোস্ট দেন।

পোস্টে হাসনাত লিখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হাতিয়ার বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অসহিষ্ণু রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না বাংলাদেশে।

এদিকে, হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগে ঢাকায় এনসিপির নেতাকর্মীরা রাতেই বিক্ষোভ মিছিল করেছে।

এর আগে, হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন এনসিপির কর্মী-সমর্থকেরা।

অবস্থান কর্মসূচিস্থলে থাকা হান্নান মাসউদের প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ বলেন, গত শনিবার এনসিপি নেতা হান্নান মাসউদ এলাকার দুস্থ মানুষের খোঁজখবর নিতে হাতিয়ায় আসেন।

সোমবার বিকেলে তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান। ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে তিনি বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে অতর্কিত পথসভায় বাধা দেন এবং হামলা চালান। তাদের হামলায় মো. তুহিনসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

এসএম

Share this news on: