রাজধানীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহনন

রাজধানীর বংশালে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী ইয়াসিন আরাফাত বাপ্পি (৩০)। নিহত ইয়াসিন আরাফাত ইন্টারনেটের ব্যবসা করতেন।শনিবার (২২ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
 
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’বংশালের আগা মাছি লেনের মো. জাবেদের ছেলে ইয়াসিন আরাফাত বাপ্পি।

মৃতের বাবা জাবেদ জানিয়েছেন, মৃত ইয়াসিন তার স্ত্রী রুপার সঙ্গে মনমালিন্য হয়ে অভিমানে আত্মহত্যা করেছেন।তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এমআর/এসএন


Share this news on: