‘মুজিব’ সিনেমায় অভিনয় নিয়ে প্রথমবার মুখ খুললেন নুসরাত ফারিয়া

শিক্ষার্থী ও সাধারণ জনগণের তোপের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসে। আর রাজনৈতিক পট পরিবর্তনের পরই আওয়ামীপন্থি শোবিজ তারকারা বেশ বিপাকে পড়েছেন।
  
এমন অনেক তারকা রয়েছেন, যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ কিংবা তার প্রশংসা করার জন্য বিপদে পড়েছেন এখন। বিশেষ করে বলতে গেলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করার জন্য এর শিল্পীদের ঝামেলা পোহাতে হয়েছে। এদেরই একজন আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

এ অভিনেত্রীর ‘জ্বীন-৩’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। ইতোমধ্যে সিনেমাটির ‘কন্যা’ গান প্রকাশ পেয়েছে। যা দর্শক-শ্রোতা থেকে শোবিজ তারকাসহ সর্বত্র ব্যাপক প্রশংসিত।

এদিকে ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের কারণে সরকার পরিবর্তনের পর সমালোচনার শিকার হওয়া নিয়ে প্রথমবার মুখ খুলেছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে তার কাছে জানতে চাওয়া হয়―শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের কারণে অনুশোচনায় ভোগেন কিনা?

এ নায়িকা ইংরেজিতে জবাব দেন এর। যার বাংলা এমনটা, আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছু নেই। আমরা শিল্পীরা ভোড় সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম হয়। স্পেশালি এই সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল, এই পাঁচ বছর একই লুকে নিজেকে মেইনটেইন করেছি আমি।
 
তিনি বলেন, এই দীর্ঘ সময় চুলে কোনো রং করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে আমাকে। আমি বলতে চাই, এই সিনেমার (মুজিব: একটি জাতির রূপকার) জন্য আমার জীবনের ৫টি বছর দিয়েছি। এ কারণে সেই কাজটি নিয়ে যদি এখন অনুশোচনা করি, তাহলে তো আমার পেশাকেই অপমান করা হবে।
 
নুসরাত ফারিয়া যুক্ত করে বলেন, সিনেমাটির জন্য যে পরিস্থিতি আমি পার করেছি বা এখনো করছি, তা আমার ভাগ্যে লেখা ছিল বলে মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা ছিল না আমার। একটি দেশের সরকারি পর্যায় থেকে কখনো কাজের প্রস্তাব আসলে, তা নিজের খুব একটা পছন্দ না হলেও না করা যায় না।

এছাড়া এই শোয়ে এ অভিনেত্রীর কাছে ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়েও জানতে চাওয়া হয়। এ ব্যাপারে তিনি বলেন, আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। আমার কাছে মনে হয়েছে, তখন ছাত্রদের পক্ষে পোস্ট করেছি আমি। আমার সোশ্যাল মিডিয়ায় ঘুরলে সেটি দেখতে পাবেন।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির জবাবের Mar 25, 2025
img
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Mar 25, 2025
img
স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন শামীম ইস্কান্দার Mar 25, 2025
img
আর্জেন্টিনাকে রাফিনিয়ার হুমকি Mar 25, 2025
img
অস্বাস্থ্যকর সেমাই তৈরি ও বিএসটিআইএর নকল লোগো ব্যবহার, লাখ টাকা জরিমানা Mar 25, 2025
img
মরণোত্তর’ পালা শেষ করে ভবিষ্যতে কেবল জীবিতদের পদক দেবে সরকার Mar 25, 2025
img
পুরোপুরি নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ড্রোন দিয়ে চলবে তল্লাশি Mar 25, 2025
img
পুঁজিবাজারে সূচকের উত্থান Mar 25, 2025
img
শঙ্কামুক্ত তামিম ইকবাল Mar 25, 2025
img
বিএনপির সহযোদ্ধাদের প্রতি পরামর্শ, জেনারেশনটাকে সিরিয়াসলি নেবেন: সারজিস Mar 25, 2025