গত ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয় নেই ব্রাজিলের। জয় তো দূরে থাক, আর্জেন্টিনাকে গোলই দিতে পারেনি সেলেসাওরা। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এমন একটা তথ্য খানিক বিব্রতকর বিষয়ই বটে। এর মধ্যে দুই দল চারবার মুখোমুখি হলেও তিনটিতে হেরেছে ব্রাজিল এবং ড্র করেছে অন্য ম্যাচে। তবে এবারে এই দুর্ভাগ্যের ইতি টানতে চায় ব্রাজিল।
বাংলাদেশ সময় আগামীকাল (২৬ মার্চ) ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর এই ম্যাচ দিয়েই ৬ বছরের অপেক্ষাটা শেষ করতে মরিয়া ব্রাজিল। দলের তারকাদের ফর্মটাও সেভাবেই কথা বলছে। ফর্মের তুঙ্গে থাকা রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগোর পারফরম্যান্সই মলিন করতে পারে আর্জেন্টিনার উৎসব। তবে এদের মাঝে রাফিনিয়া যেন একটু বেশিই আগ্রহী।
সময়টা বেশ দারুণ কাটছে তার। ক্লাব বার্সেলোনা কিংবা দেশ ব্রাজিল, জার্সির রং যাইই হোক, রাফিনিয়ার পারফরম্যান্স দারুণ উজ্জ্বল। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তাই আত্মবিশ্বাসের সুরে আর্জেন্টিনাকে হারানোর আগাম ঘোষণা দিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান এই তারকা। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড অবশ্য শুধু হারানোর ঘোষণা দিয়েই থামেননি, বরং অনেকটা প্রতিজ্ঞার সুরেই বললেন তিনি নিজেও ম্যাচে গোল করবেন।
‘রোমারিও টিভি’তে রাফিনিয়া বলেছেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’
সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ বেশ উত্তাপ ছড়িয়েছে। ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে মারাকানায় মারামারি আর সংঘর্ষে তুলকালাম কাণ্ড হয়েছে। শেষবার তাতে প্রতিবাদে হিসেবে যুক্ত হয়ে যান ফুটবলাররাও। সেটা নিয়ে দুই ফেডারেশনকেই শাস্তি পেতে হয়েছে ফিফার পক্ষ থেকে।
রাফিনিয়া যেখানে ‘যুদ্ধ’ দেখছেন, সেখানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচ দেখছেন এক গুরুত্বপূর্ণ ফিক্সচার হিসেবেই, ‘মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু। আমি খেলোয়াড়ের বিবৃতি নিয়ে খুব গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটা সম্পর্কে জানি। আর্জেন্টিনা বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিত নয়।’
আরএ/এসএন