আইপিএলে কোন দলের হয়ে খেলতে পারেন সাকিব?

প্রত্যাবর্তন হিসেবে আইপিএলকে বেছে নিতে চান সাকিব আল হাসান । ভারতের গণমাধ্যমের বরাতে জানা যায়, ইতোমধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগও করেছেন সাকিব। দল হিসেবে শোনা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের নাম। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানান, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।

সূত্রের বরাতে জানা যায়, স্পিন বিভাগে দুর্বল তিনটি দলের হয়ে খেলতে চেয়ে যোগাযোগ করেছেন সাকিব। তারা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আশ্বাসও দিয়েছেন। যেহেতু নিলামে দল পাননি সাকিব, তাই তাকে অপেক্ষায় থাকতে হবে। যদি কোনো দলে ইনজুরি বা কারও বদলি প্রয়োজন হয়, তবেই ডাক পাবেন সাকিব।

দেশের বাইরে থাকা সাকিব টেস্ট থেকে নিয়েছেন অবসর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে সেটি হয়নি। আপাতত বাংলাদেশ জাতীয় দলেও তার ফেরা অনেকটা কঠিন। এরমাঝে আইসিসি নিষিদ্ধ করেছিল সাকিবের বোলিং।

বোলিং অ্যাকশনের ত্রুটি সারতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব। পরে অবশ্য পাশ করেন। এরপরই সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল দিয়ে ফিরবেন। দেশের ক্রিকেট থেকে দূরে থাকা টাইগার এই অলরাউন্ডারের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথ খোলা আছে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় এখন আবারও অলরাউন্ডার হিসেবে সাকিব খেলতে পারবেন। তাই সুযোগ নিতে চাচ্ছেন আইপিএলে।

তবে এই তিন ফ্র্যাঞ্চাইজিতে সাকিবের ঢোকা আপাতত কঠিন। যদি কেউ চোটে পড়েন এবং বদলি হিসেবে দলটি সাকিবকে উপযুক্ত মনে করেন, তবেই আইপিএলে দেখা যেতে পারে সাকিবকে!

এসএম

Share this news on:

সর্বশেষ

img
ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির জবাবের Mar 25, 2025
img
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Mar 25, 2025
img
স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন শামীম ইস্কান্দার Mar 25, 2025
img
আর্জেন্টিনাকে রাফিনিয়ার হুমকি Mar 25, 2025
img
অস্বাস্থ্যকর সেমাই তৈরি ও বিএসটিআইএর নকল লোগো ব্যবহার, লাখ টাকা জরিমানা Mar 25, 2025
img
মরণোত্তর’ পালা শেষ করে ভবিষ্যতে কেবল জীবিতদের পদক দেবে সরকার Mar 25, 2025
img
পুরোপুরি নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ড্রোন দিয়ে চলবে তল্লাশি Mar 25, 2025
img
পুঁজিবাজারে সূচকের উত্থান Mar 25, 2025
img
শঙ্কামুক্ত তামিম ইকবাল Mar 25, 2025
img
বিএনপির সহযোদ্ধাদের প্রতি পরামর্শ, জেনারেশনটাকে সিরিয়াসলি নেবেন: সারজিস Mar 25, 2025