‘Kalki 2’ এ প্রভাসের নতুন চমক!

Kalki 2898 AD-এর বিশাল সাফল্যের পর এবার সব নজর তার বহু প্রতীক্ষিত সিকুয়েল Kalki 2-এর দিকে। পরিচালক নাগ অশ্বিন অবশেষে জানালেন সিনেমার মুক্তির দিন ও প্রভাসের বড়সড় পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট।

‘Kalki 2’ মুক্তির তারিখ ঘোষণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগ অশ্বিন নিশ্চিত করেছেন। তিনি জানান Kalki 2 মুক্তি পাবে ২০২৬-এ।

তিনি আরও জানান, প্রভাস এবার বেশি স্ক্রিন টাইম পাবে । Kalki 2898 AD-এ প্রভাসের সীমিত উপস্থিতি নিয়ে কিছুটা সমালোচনা হয়েছিল।
সেই প্রসঙ্গে অশ্বিন জানিয়েছেন, প্রথম পর্বে সুমতি (দীপিকা পাড়ুকোন) ও অশ্বত্থামা (অমিতাভ বচ্চন)-র ব্যাকস্টোরি তুলে ধরা হয়েছিল, সিনেমার জগৎ গড়ে তুলতেই।

Kalki 2-এর মূল ফোকাস থাকবে করন (প্রভাস) ও অশ্বত্থামা-র উপর, তাদের স্ক্রিন টাইম ও বাড়বে।
প্রোডাকশন চ্যালেঞ্জ ও প্রভাসের ব্যস্ততা।

গুজব ছড়িয়েছিল Kalki 2 নাকি প্রভাসের অন্যান্য ছবির কারণে দেরি হচ্ছে। তবে অশ্বিন জানিয়েছেন, এখন Kalki 2-এর শুটিং সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে এবং প্রভাসও সময় বের করছেন।

তারকাখচিত কাস্ট ও ক্রু এই সিকুয়েলেও থাকছে অসাধারণ টিম। অভিনয়: প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, দিশা পাটানি ও আরও অনেকে।

পরিচালনা করছেন নাগ অশ্বিন। সঙ্গীত পরিবেশনা সান্তোষ নারায়ণন। চিত্রগ্রহণ জর্জে স্টয়িলজোভিচ সংলাপ সাই মাধব বুর্রা ‘Kalki 2’ থেকে কী আশা করা যায়।

আরএ/এসএন

Share this news on: