ব্রাজিল ম্যাচের পরিকল্পনা নিয়ে যা বললেন মার্টিনেজ

আর্জেন্টিনার হয়ে ৫০ ম্যাচে ৩৪ ক্লিনশিটের কীর্তি গড়া ফুটবল খেলার বাজপাখি এমি মার্টিনেজ জানিয়েছেন, ব্রাজিলের বিপক্ষে পেরু ও বলিভিয়ার বিপক্ষে যেমন মানসিকতা নিয়ে খেলেছিলেন ওই মানসিকতা নিয়েই খেলবেন।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ১৩তম রাউন্ডে উরুগুয়ের মাঠ থেকে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে ব্রাজিল।

২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে মার্টিনেজ বলেন, ‘প্রতিপক্ষ যেই হোক আমরা একই মানসিকতা নিয়ে খেলতে চাই। এই দলটা একসঙ্গে ভালো করতে চায় এবং শিরোপা জিততে চায়। পেরু ও বলিভিয়াকে আমরা যেমন সম্মান জানিয়ে ও দায়িত্ব নিয়ে খেলেছি, ব্রাজিলের বিপক্ষেও তাই করবো।’

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ১৩ ম্যাচেচ ২৮ পয়েন্ট তুলে বিশ্বকাপে জায়গা পাওয়ার দ্বারপ্রান্তে আছে। এক পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত হতে তাদের। ব্রাজিল সমান ম্যাচ খেলে টেবিলে তিন নম্বরে আছে।

আরএ

Share this news on:

সর্বশেষ