এবার পর্দায় ধামাকা নিয়ে আসছেন জন আব্রাহাম ও রোহিত শেট্টি
মোজো ডেস্ক 08:39AM, Mar 26, 2025
পাঠান ও দ্যা ডিপ্লোম্যাটের পর এবার বলিউডের কপ ইউনিভার্স নির্মাতা রোহিত শেট্টি-র সঙ্গে হাত মিলিয়ে হাই-ভোল্টেজ কম্বো নিয়ে ফিরছেন অ্যাকশন স্টার জন আব্রাহাম। অ্যাকশন আর গল্পভিত্তিক ড্রামা ধাচের এই ধামাকেদার এন্টারটেইনারের জন্য ভক্তরাও প্রস্তুত হচ্ছেন।
গণমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ একটি সাক্ষাৎকারে জন জানিয়েছেন, “আমরা কথা বলেছি। আমি সত্যিই খুব এক্সসাইটেড। আমরা বহুদিন ধরেই কিছু একসঙ্গে করতে চাচ্ছিলাম।
এই গল্পটা একেবারে বম্ব। মানুষ শুনে হকচকিয়ে যাবে!”
তিনি জানান কেবল তারকা নয়, গল্পই হবে সিনেমার আসল নায়ক।
জন স্পষ্ট করে বলেন, “দুজন বিগ নেম একসঙ্গে এলেই কিছু হয় না। বিষয়বস্তুটা এমন যে বিশ্বাস করা কঠিন। আমরা চাই, এটা একটা বিশেষ কিছু হয়ে উঠুক।”
দ্যা ডিপ্লোম্যাটের এর সাফল্যের পর জন আরও কিছু এক্সাইটিং প্ল্যান শেয়ার করেছেন। পাঠান সিনেমার জিম চরিত্রের প্রিক্যুয়েল করতে আগ্রহী তিনি। পাশাপাশি অক্ষয় কুমার-এর সঙ্গে মজাদার ও হালকা কমেডিতে ফিরতে চান। সেই প্রেক্ষিতে “গরম মশলা ২” অথবা “দেশি বয়েজ ২” সিনেমা নিয়েও চলছে আলোচনা!