প্রিয়াঙ্কা চোপড়া কেবল একজন অভিনেত্রী নন—তিনি একজন যোদ্ধা।

প্রিয়াঙ্কা চোপড়া আজ হলিউডের গর্ব, কিন্তু এই সাফল্যের পিছনে ছিল অনেক কষ্ট, লাঞ্ছনা এবং অবমাননা। একসময় বলিউডে 'বহিরাগত' হিসেবে পরিচিত এই অভিনেত্রী, আজ তিনি বিশ্বব্যাপী একটি আইকন, একজন মা, স্ত্রী, গায়িকা, প্রযোজক এবং অভিনেত্রী। তবে এই যাত্রাপথে তাকে অনেক কঠিন পরিস্থিতি ও বর্ণবাদী মন্তব্যের শিকার হতে হয়েছে।

কিশোরী বয়সে তিনি স্কুলে তার গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার হতেন, আর বলিউডে আসার পরও তাকে বলা হয়েছিল যে "শ্যামলা মেয়েদের হিরোইন বানালে চলবে না", কিন্তু প্রিয়াঙ্কা এর বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, "শ্যামলা আবার কী? আমি তো এমনই।"

একবার একটি ছবির শুটিং সেটে পরিচালক তার অন্তর্বাস প্রদর্শনের প্রস্তাব দেন, যাতে দর্শককে আকৃষ্ট করা যায়। এই অশ্লীল প্রস্তাবে চমকে গিয়ে প্রিয়াঙ্কা সেট ছেড়ে বেরিয়ে আসেন। তার মন্তব্য ছিল, "গা গুলিয়ে উঠেছিল শুনে। স্তব্ধ হয়ে গিয়েছিলাম।"

কিন্তু সমস্ত বাঁধা পেরিয়ে, প্রিয়াঙ্কা আজ বিশ্বের একজন সফল অভিনেত্রী। নিক জোনাসের স্ত্রী এবং কন্যা মালতী মেরির মা, তিনি এখন ২০,০০০ স্কোয়ার ফুটের বিলাসবহুল বাংলোতে থাকেন এবং আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন। তিনি বর্তমানে জন সিনা এবং ইদ্রিস এলবার সঙ্গে 'Heads of State' সিনেমায় অভিনয় করছেন, এছাড়া দক্ষিণী পরিচালক রাজামৌলির 'SSMB 29' ছবিতেও দেখা যাবে তাকে।

আজকের প্রিয়াঙ্কা চোপড়া কেবল একজন অভিনেত্রীই নন, তিনি একজন সংগ্রামী এবং পৃথিবীজুড়ে প্রভাবশালী ভারতীয় নারীর প্রতীক।


এসএস/এসএন

Share this news on: