পবন কল্যাণের বহু প্রতীক্ষিত কপ ড্রামা ‘Ustaad Bhagat Singh’ হয়তো আর মুক্তি পাবে না।
সিনেমার কাজ শুরু হলেও, বর্তমানে রাজনৈতিক দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ায় সিনেমার কাজ বন্ধের মুখে।
পবন কল্যাণ বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী, ফলে তাঁর সময় ও মনোযোগ এখন শুধুই রাজনৈতিক কর্মসূচিতে। মাত্র ১০ দিন শ্যুটিং হয়েছে, তারপর থেকে কোনও অগ্রগতি নেই এই সিনেমার।
নতুন কোনো ছবি তিনি হাতে নিচ্ছেন না বলেই ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া গেছে। বাকি দুটি সিনেমা যেগুলির কাজ এখনো চলছে; Hari Hara Veera Mallu – মুক্তি: ৯ মে, ২০২৫। OG (পরিচালনায় সুজীত) – বাকি অংশের শ্যুটিং শেষ করেই মুক্তি পাবে ২০২৫–এর শেষের দিকে।
এই দুটি ছবি শেষ করলেই, পাওয়ন পুরোপুরি সিনেমা ছেড়ে রাজনীতিতে মনোযোগ দেবেন বলেই জানা যাচ্ছে।
তবে পরিচালক হরিশ শংকর এখনও আশাবাদী। পরিচালকের মতে, “সময়-পরিস্থিতি ভালো হলে আবার রিভাইভ করা হতে পারে।”
কিন্তু বাস্তবতা অনুযায়ী সেট আপ রাখার চেয়ে বাদ দেওয়াই যুক্তিযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছেন প্রযোজক সংস্থা ও ঘনিষ্ঠ মহল।
‘Ustaad Bhagat Singh’ ছিল Atlee-র তামিল হিট ‘Theri’–এর রিমেক। প্রোডাকশন Mythri MovieMakers। নায়িকা হিসেবে ছিলেন শ্রীলীলা, যিনি কয়েকদিন শ্যুটও করেছিলেন।
‘Ustaad Bhagat Singh’ এখন কার্যত বন্ধ বলেই ধরা যাচ্ছে।
সিনেমা ও রাজনীতির মাঝে ব্যালেন্স রাখা সহজ নয় — আর পবন কল্যাণ বর্তমানে যেভাবে রাজনৈতিক দায়িত্ব সামলাচ্ছেন, তাতে করে এই ছবি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম।
আরএ/টিএ