সালমান খান অভিনীত সিকান্দার নিয়ে ব্যস্ত পরিচালক এ আর মুরুগাদোস এবার মুখ খুললেন তার পরবর্তী বড় প্রজেক্টগুলি নিয়ে। জানালেন, তার ঝুলিতে আছে বহু প্রতীক্ষিত সিক্যুয়েল, তারকাদের রি-ইউনিয়ন, আর একটি সম্পূর্ণ নতুন ফ্র্যাঞ্চাইজির সূচনা।
“গজনী ২” প্রসঙ্গে এ আর মুরুগাদোস বলেন, “আমাদের কিছু আইডিয়া আছে, এবার আমরা সেগুলো ডেভেলপ করব।” মুরুগাদোস ইঙ্গিত দিয়েছেন এটি হতে পারে একটি প্যান-ইন্ডিয়া প্রজেক্ট, তবে এখনো কাস্ট চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত ২০০৫ সালের তামিল “গজনী” এর মূখ্য চরিত্রে ছিলেন সুরিয়া এবং একই গল্পে ২০০৮ সালে নির্মিত হিন্দি সুপারহিট “গজনী” এর মূখ্য চরিত্রে ছিলেন আমির খান।
পরবর্তী প্রজেক্ট হিসেবে “হলিডে ২” অথবা “থুপ্পাকি ২” এর মধ্যে একটি সিনেমা নিশ্চিতভাবে পর্দায় তুলবেন এই পরিচালক। মুরুগাদোস জানিয়েছেন, “স্লিপার সেল কনসেপ্ট এখনও প্রাসঙ্গিক। আমি “হলিডে ২” বা “থুপ্পাকি ২”, যেকোনো একটি বানাবই।” ২০১৪ সালে অক্ষয় কুমারের সাথে বানিয়েছিলেন হিট থ্রিলার “হলিডে” এবং ২০১২ সালে দর্শকদের উপহার দেন থালাপতি বিজয়ের কাল্ট অ্যাকশন ড্রামা “থুপ্পাকি”।
এছাড়াও শিশুদের জন্য অ্যানিমেটেড সিনেমা বানানোর কথা জানালেন মুরুগাদোস। তিনি বলেন, “অনেক দিন হলো ভারতে শিশুদের জন্য ভালো সিনেমা তৈরি হয়নি। আমি চাই নতুন ফ্র্যাঞ্চাইজি শুরু করতে।” প্রজেক্টটি এখনো প্রাথমিক পর্যায়ে, তবে এটি হবে একদম আলাদা একটি ঘরানার নতুন পদক্ষেপ।
সিকান্দার প্রসঙ্গে মুরুগাদোস জানান, “আমি যখন সালমান স্যরকে গল্প বলি, উনি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেন!”
সালমান খান ও রশ্মিকা মন্দানা অভিনীত এই সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ, ২০২৫-এ। ইতিমধ্যেই সিনেমাটির ট্রেলার ঘিরে তৈরি হয়েছে বিশাল হাইপ।
এসএম/টিএ