নাটোরের ডিসির বিরুদ্ধে মামলা করলেন মিল মালিকরা

নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজসহ খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

চাল সরবরাহের চুক্তিতে অনিয়মের অভিযোগ এনে বড়াইগ্রামের বঞ্চিত মিল মালিকরা এই মামলা করেছেন।

মঙ্গলবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম সহকারি জজ আদালতের বিচারক মো. তারিকুল ইসলামের আদালতে এই মামলা করা হয়।

শুনানি শেষে মামলার বিবাদীদের আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

মিল মালিকদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার।

ডিসি ছাড়া বাকি চার বিবাদী হলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বড়াইগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়, চলতি বছর বড়াইগ্রামে সরকারিভাবে চাল সরবরাহকারী মিল মালিকদের সব কিছু বিবেচনা করে ৭৮টি মিলকে উপযুক্ত ঘোষণা করে উপজেলা খাদ্য সংগ্রহ কমিটি। তারা চুক্তি সম্পাদনের শর্ত মতে সরকারি কোষাগারে টাকাও জমা দেন।

এর মধ্যে চুক্তি করতে ৫৫ জন চাল ব্যবসায়ীর কাগজ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। এ সময় বাদ দেওয়া হয় ২৩ জন মিল মালিককে।

এ নিয়ে একাধিকবার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করেও কোনো ফল না পেয়ে মঙ্গলবার আদালতের আশ্রয় নেন ওই মিল মালিকরা।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ বলেন, ‘মামলা দায়েরের বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখা হবে বিষয়টি।’

 

টাইমস/জেডটি

Share this news on: