বিশ্বকাপের সেরা একাদশে সাকিব-মুশফিক

ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন টাইগাররা। দলগত পারফরম্যান্সের পাশাপাশি তাদের ব্যক্তিগত পারফরম্যান্সও চোখ ধাঁধানো। তাদের মধ্যে ব্যাট-বল হাতে অসাধারণ পারফর্ম করছেন সাকিব আল হাসান। সাফল্যের সোনার কাঠি হাতে পেয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

বিশ্বকাপে চলতি পারফরম্যান্স বিবেচনায় এ দুই ক্রিকেটার বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এই একাদশ সাজিয়েছে ভারতের বহুল প্রচারিত দৈনিক আনন্দবাজার পত্রিকা।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরির মাধ্যমে ৪০০ রানের মাইলফলক অতিক্রমের পাশাপাশি সংগ্রহ করেছেন ১০ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্স আর কেউ দেখাতে পারেননি। শুধু এবার নয়, বিশ্বকাপের ইতিহাসেই এ কীর্তি বিরল।

বাংলাদেশের এই অলরাউন্ডার ওয়ানডে ফরম্যাটের প্রথম কোনো খেলোয়াড়, যিনি দ্রুততম ছয় হাজার রান ও ২৫০ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে অন্যদের চেয়ে এক ম্যাচ কম খেলে এখন পর্যন্ত ৪৭৬ রান সাকিবের, যা এবারের বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান।

আনন্দবাজার বিশ্ব একাদশে বাংলাদেশি এই অলরাউন্ডারকে ব্যাটিংয়ের তিন নম্বর পজিশনে রেখেছে। সাকিবকে নিয়ে লিখেছে, ‘তাকে কেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয়, তা চলতি বিশ্বকাপে বারবার প্রমাণ করে চলেছেন। ব্যাট-বল দুই ক্ষেত্রেই অনবদ্য এই বাংলাদেশি বহু ম্যাচ জিতিয়েছেন দলকে।’

বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্স করছেন সাকিবের সতীর্থ মুশফিকও। অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০৩ রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ ও আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৮৩ রানের ঝলমলে তিনটি ইনিংস খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে তার ইনিংস দুটি বাংলাদেশের জয়ের পুঁজি এনে দেয়।

বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে ৩২২ রান করে অষ্টম স্থানে আছেন মুশফিক।

মুশফিক সম্পর্কে আনন্দবাজার ছেপেছে, ‘বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম শক্তি। বড় রানের টার্গেট দিতে বা তাড়া করে ম্যাচ জেতাতে টাইগারদের ভরসা মুশফিকুর রহিম। এই দলের উইকেটরক্ষক তিনিই।’

ভারতীয় পত্রিকাটির গড়া বিশ্ব একাদশে ওপেনিং জুটিতে রাখা হয়েছে দুই অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চকে। একমাত্র ভারতীয় হিসেবে আছেন বিরাট কোহলি।

আনন্দবাজার বিশ্ব একাদশ

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, সাকিব আল হাসান, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, বেন স্টোকস, মিচেল স্টার্ক, মোহাম্মদ আমির ও ইমরান তাহির।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা May 01, 2024
img
সারাক্ষণ এসিতে থাকলে যেসব সমস্যায় ভুগতে পারেন May 01, 2024
img
বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন, শিল্প মালিকদের প্রধানমন্ত্রী May 01, 2024
img
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে May 01, 2024
img
আমরা চিকিৎসক সুরক্ষা আইন পাস করাব : স্বাস্থ্যমন্ত্রী May 01, 2024
img
সংসদ অধিবেশন শুরু হচ্ছে কাল May 01, 2024
img
শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর May 01, 2024
img
ছয় অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা আফগানিস্তানের May 01, 2024
img
টানা তাপপ্রবাহ: অবশেষে ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস May 01, 2024
img
যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছি: প্রধানমন্ত্রী May 01, 2024