৩৭তম বিসিএসের ৯৯ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ৩৭ তম বিসিএসের যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে ৯৯ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় এদেরকে নিয়োগের সুপারিশ করা হয়।

রেলওয়ের সহকারী সার্জন পদে ১২ জন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা পদে ২০ জন, এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে ১৮ জনসহ ৯৯ জনকে নিয়োগের জন্য ‍সুপারিশ করা হয়েছে।

৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে এ পর্যন্ত ৬৭৬ জনকে নিয়োগের জন্য সুপারিশ করল পিএসসি।

 

টাইমস/এসআই

 

 

 

Share this news on: