ওয়েস্ট ইন্ডিজকে ২৫৬ রানের টার্গেট দিল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলতে সক্ষম হয়েছে টাইগাররা। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৫৬ রান।

এর আগে দুপুরে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুতেই চোট পেয়ে সাজঘরে ফিরে যান লিটন দাস। দলীয় ১৪ রানের মাথায় শূন্য রানে আউট হন ইমরুল কায়েস।

টাইগারদের মধ্যে তামিম ৫০ রান, লিটন দাস ৮ রান, মুশফিকুর রহিম ৬২, সাকিব আল হাসান ৬৫ রান, মাহমুদুল্লাহ ৩০, সৌম্য সরকার ৬ রান, মাশরাফি ৬ ও মেহেদি হাসান ১০ রান সংগ্রহ করেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতলেই নিশ্চিত হয়ে যাবে আরও একটি সিরিজ জয়। যা ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সামনে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে। ২০০৯ সালে প্রথমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা। পরের জয়টি এসেছে ঘরের মাঠে ২০১২ সালে।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ।

 

টাইমস/এইচইউ

Share this news on: