রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৬৬ শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৬৬ জন শিক্ষার্থী।

শুক্রবার শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় খাতা পুনর্নিরীক্ষণের ফল। প্রকাশিত ফলে নতুন করে ৪৪ জন জিপিএ-ফাইভ পেয়েছে।

গেল ১৭ জুলাই প্রকাশিত এইচএসসির ফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ। এছাড়া এ বোর্ডে ৬ হাজার ৭২৯ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছিল।

প্রসঙ্গত, ফল প্রকাশের পরদিন অর্থাৎ গেল ১৮ জুলাই থেকে খাতা পুনর্নিরীক্ষণে শুরু হয় এবং শেষ হয় ২৪ জুলাই। ফল পুনর্নিরীক্ষণে পত্রপ্রতি আবেদন ফি নেওয়া হয় ১৫০ টাকা। ওই সময়ের মধ্যে ৩৫ হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন আসে।

এ বছর সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ইংরেজির দুই বিষয়ে। এর মধ্যে ইংরেজি প্রথমপত্রে ৫ হাজার ২৬২টি এবং ইংরেজি দ্বিতীয়পত্রে ৪ হাজার ৬২২টি।

 

টাইমস/এইচইউ

Share this news on: