শাবিপ্রবিতে মাদকবিরোধী র‌্যালি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশে মাদকের ছড়াছড়ি। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশকে মাদকমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি শাবিতে মাদক সেবন বেড়ে গেছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। শাবিকে মাদকমুক্ত করা হবে। এখানে কোনও ধরনের মাদক থাকবে না। শাবি প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।

সমাবেশে শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ প্রমুখ।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: