বাগেরহাটে বাস উল্টে নিহত তিন, আহত ১৬

বাগেরহাটের রামপালে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাস উল্টে চালকের সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

বৃহস্পতিবার ভোররাতে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের সোনাতুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদৌস এবং মোংলা পৌরসভার মাদরাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল।

সরদার মাসুদুর রহমান জানান, রাতে ঢাকা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা আল আরাফাত পরিবহনের বাসটি সোনাতুনিয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার ওপরে উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে অন্তত ২৫ জন যাত্রী ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: