সৌদি বাদশার দেহরক্ষী বন্ধুর গুলিতে নিহত

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ব্যক্তিগত দেহরক্ষী গুলিতে নিহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরও সাতজন আহত হয়েছে। কর্তৃপক্ষ রোববার এ কথা জানায়। ফাগহামকে বাদশাহর পাশে প্রায়ই দেখা যেত।

পুলিশের উদ্ধৃতি দিয়ে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে বলেছে, জেনারেল আবদেল আজিজ আল ফাগহাম পশ্চিমাঞ্চলীয় জেদ্দা শহরে শনিবার সন্ধ্যায় নিহত হন।

বিবৃতিতে আরো বলা হয়, ফাগহাম জেদ্দায় তার বন্ধু মামদৌহ বিন মেশাল আল আলীর বাড়িতে বেড়াতে যান। সেখানে বন্ধুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গলা উঁচু করে দু’জনে ঝগড়া শুরু করেন। আলী হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান এবং একটু পরেই বন্দুক নিয়ে ফিরে এসে ফাগহামকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিতে বাড়ির মালিকের ভাই, এক ফিলিপিনো সহকারী ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলীকে আত্মসমর্পণের কথা বললে তিনি তা করতে অস্বীকৃতি জানান। পরে তিনি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে পাঁচজন আহত হয়। আলী নিজেও নিজেকে হত্যা করেন।

আল একবারিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে বিস্তারিত উল্লেখ না করে বলা হয়েছে, ব্যক্তিগত বিবাদের জেরে ফাগহাম প্রাণ হারান।

বার্তা সংস্থার খবরে বলা হয়, আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর ফাগহাম মারা যান। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

 

টাইমস/এসআই

 

Share this news on: