ড. মোয়াজ্জেম হোসেন অস্ট্রেলিয়ায় সেরা শিক্ষক নির্বাচিত হয়েছে। অথচ তিনি একসময় ক্লাসে ফেল করেছিলেন। স্কুলের প্রধান শিক্ষকের ছেলের এমন ফলাফলে পরিবারের অবজ্ঞা আর তাচ্ছিল্যর শিকার হতে থাকেন তিনি। এই তাচ্ছিল্যই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। জেদ চেপে গেল তার, শুরু করলেন দ্বিগুণ উৎসাহে পড়াশোনা। পরে গণিতে শুধু ভালো নম্বরই পাননি, ঢাকা বাের্ডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের তালিকায় শুরুর দিকেই ছিলেন মোয়াজ্জেম। ড.
আমরা সবাই জীবনের প্রতিটিক্ষেত্রে সফলতার পেছনে ছুটে চলেছি। নিজেকে প্রতিষ্ঠিত করতে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে মানুষ হিসেবে আমাদের চেষ্টার কোন অন্ত নেই। স্কুল, কলেজ, কোচিং, সংস্থা, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সহ যেকোনো কর্মক্ষেত্রে মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে।