শামীম, খালেদ ও তাদের স্বজনদের ব্যাংক একাউন্ট জব্দের নিদের্শ

বিতর্কিত যুবলীগ নেতা জি কে শামীম, খালেদ মাহমুদ ভূইয়া ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর সত্যতা নিশ্চিত করে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া সংবাদ মাধ্যমকে বলেন, ক্যাসিনো যারা চালাচ্ছেন তাদের আয় ব্যয়ের তথ্য জানা প্রয়োজন। আইন শৃংখলা বাহিনীর অভিযানে তাদের বিপুল অর্থের সন্ধান পাওয়া যাচ্ছে। তবে এসব তথ্য তাদের আয়কর নথিতে দেয়া আছে কিনা তা খতিয়ে দেখা হবে। সেন্ট্রাল ইন্টেলিজেন্ট সেল (সিআইসি)-কে এসব তথ্য তদন্ত ও ব্যাংক একাউন্ট জব্দ করতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, একই সাথে ক্যাসিনোতে ব্যবহৃত জুয়ার উপকরণ, মদ ও মাদকজাতীয় পণ্যের আমদানি তথ্যও খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।

আরো জানতে:

গণপূর্তের ৮০ ভাগ টেন্ডারে জি কে শামীমের থাবা

জি কে শামীমের বিরুদ্ধে ৩ মামলা

কেন্দ্রীয় যুবলীগ নেতা জি কে শামীম ৭ দেহরক্ষীসহ গ্রেপ্তার

খালেদের বিরুদ্ধে ৩ মামলা

খালেদের ক্যাসিনোতে যা হয়

 

টাইমস/টিএইচ

Share this news on: