৫ আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভা ২৪ এপ্রিল

আর্থিক খাতের পাঁচ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভা ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ফিনিক্স ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড।

ইসলামী ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে।

সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকের সম্মিলিত ইপিএস হয়েছে ২ টাকা ১৪ পয়সা, ২০১৭ সালে একই সময়ে যা ছিল ২ টাকা ৮ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সম্মিলিত ইপিএস হয়েছে ২৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। ৩০ সেপ্টেম্বর সম্মিলিত এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ৬৭ পয়সা।

২০১৭ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ইসলামী ব্যাংক। সে বছর ব্যাংকটির ইপিএস হয় ৩ টাকা ৬ পয়সা। ২০১৬ হিসাব বছরেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডাররা।

শাহজালাল ইসলামী ব্যাংক: ৩১ ডিসেম্বর ২০১৮ সালের সমাপ্ত বছরের হিসাব নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদ সভায়।


ব্যাংকটির সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সম্মিলিত ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা, যা ২০১৭ সালে একই সময়ে ছিল ১ টাকা ২৮ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটি ৪০ পয়সা সম্মিলিত ইপিএস দেখিয়েছে, যেখানে ২০১৬ সালে একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৬ পয়সা।

২০১৭ হিসাব বছরে শাহজালাল ইসলামী ব্যাংক ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। সে বছর ইপিএস ছিল ১ টাকা ৭৪ পয়সা। ২০১৬ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ বোনাস শেয়ার পেয়েছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডাররা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য ২৪ এপ্রিল পর্ষদ সভা আহ্বান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী ২০ মে বেলা ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২২ এপ্রিল।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪ পয়সা।

২০১৭ হিসাব বছরেও ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। ২০১৬ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ বোনাস শেয়ার পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স: পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানির ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা, ২০১৭ সালে একই সময়ে যা ছিল ২ টাকা ২১ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ৬১ পয়সা, ২০১৭ সালে একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর এনএভিপিএস দাঁড়ায় ৪৫ টাকা।

২০১৭ ও ২০১৬ হিসাব বছরে ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেয় পাইওনিয়ার ইন্স্যুরেন্স। ২০১৫ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ১০ শতাংশ বোনাস শেয়ার পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

ফিনিক্স ইন্স্যুরেন্স: ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভায় চলতি হিসাব বছরের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফিনিক্স ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৬ পয়সা, যা ২০১৭ সালে একই সময়ে ছিল ২ টাকা ২৬ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ৭৮ পয়সা, যা ২০১৭ সালে একই সময়ে ছিল ৭০ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৯ টাকা ১১ পয়সা।

২০১৭ হিসাব বছরে কোম্পানিটি ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। সে বছর ইপিএস হয় ২ টাকা ৭৬ পয়সা। এছাড়া ২০১৬ হিসাব বছরে ১৫ শতাংশ ও ২০১৫ হিসাব বছরে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

 

টাইমস/এমএএইচ

Share this news on:

সর্বশেষ

img
দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ Apr 26, 2024
img
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Apr 26, 2024
img
নতুন করে বেড়েছে সবজি-মাংসের দাম Apr 26, 2024
img
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা Apr 26, 2024
img
ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে Apr 26, 2024
img
৪৬তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যত নির্দেশনা Apr 26, 2024
img
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটক ৩ Apr 26, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024