লেনদেন সীমা বাড়ল মোবাইল ব্যাংকিংয়ে  

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে লেনদেন সীমা বাড়ানো হয়।

নির্ধারিত এই সীমায় একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে পাঁচ বারে ৩০ হাজার টাকা ক্যাশ ইন বা জমা করতে পারবেন।

আর মাসে ২৫ বারে সর্বোচ্চ দুই লাখ টাকা ক্যাশ ইন করতে পারবেন। এত দিন দিনে দুই বারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক।

একই সঙ্গে দিনে সর্বোচ্চ পাঁচ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে।

এর আগে দিনে দুই বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যেত এবং মাসে ১০ বারে ৫০ হাজার টাকা উত্তোলন করা যেত।

সূত্রে জানা গেছে, সরকার ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং মাধ্যম 'নগদ'-এর মাধ্যমে দৈনিক ৫০ হাজার এবং প্রতি মাসে ৫ লাখ টাকা লেনদেন সুযোগ করে দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে বারবার আপত্তি জানালেও সরকার তাতে সায় দেয়নি। এর প্রেক্ষিতেই বেসরকারি মোবাইল ব্যাংকিং এর লেনদেন সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বাজারে সমতা আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ডিজিটাল হুন্ডি বিতরণের প্রমাণ পাওয়ায় ২০১৭ সালের জানুয়ারিতে লেনদেন সীমা কমিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রায় দেড় বছর পর আবার সীমা বাড়ানো হলো।

 

টাইমস/এএইচ/জেডটি

Share this news on: