কুমির ধরার টোপ ছিল কৃষ্ণাঙ্গ শিশুরা

পশ্চিমবঙ্গের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় তার ‘টোপ’ গল্পে এক জোড়া জুতা পাঠিয়েছিলেন রাজাবাহাদুর এন আর চৌধুরী। তার নিজের শিকার করা বাঘের চামড়ায় তৈরি। লিখেছিলেন, ‘চমৎকার ঝকঝকে বাঘের চামড়ার নতুন চটি। দেখলে চোখ জুড়িয়ে যায়, পায়ে দিতে লজ্জা বোধ হয় দস্তুরমতো। ইচ্ছে করে বিছানায় শুইয়ে রাখি।’

গল্পের শেষে জানা যায়, ‘কিপারের বেওয়ারিশ ছেলেকে’ শিকারের টোপ হিসেবে ব্যবহার করেছিলেন রাজা। এ ক্ষেত্রেও তা-ই। শুধু কোনও গল্প-কাহিনি নয়। ঘোর বাস্তব। এক সময়ে আমেরিকা ও ইউরোপে কুমির শিকারের টোপ হিসেবে ব্যবহার করা হত আফ্রিকান শিশুদের। সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে আফ্রিকার একটি পত্রিকায়।

বলা হত ‘গেটর বেট’। জল থেকে শিকারকে ডাঙায় তুলতে টোপ হিসেবে ব্যবহার করা হত আফ্রিকান কৃষ্ণাঙ্গ শিশুদের। আমেরিকার লুইজিয়ানা, ফ্লোরিডায় বেশ প্রচলিত ছিল এই প্রথা।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, উনিশ শতকে কুমিরের গায়ের চামড়া দিয়ে তৈরি জ্যাকেট, জুতা, বেল্টের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু কুমির শিকার করতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে যেত। কেউ হাত খুইয়েছেন তো কেউ পা। অগভীর জলাভূমিতে নেমে কুমির শিকার করতে গিয়ে মারাও গেছেন অনেকে। তাই কুমির শিকারের সহজ পন্থা জলার পাশে ফাঁদ পেতে আড়াল থেকে গুলি করা। হাঁস-মুরগি-খরগোশ, ছাগলের বাচ্চা, টোপ হিসেবে সবই দামি। আফ্রিকা থেকে আনা কৃষ্ণাঙ্গ ক্রীতদাসের শিশুসন্তানকে টোপ হিসেবে বসিয়ে দেওয়া হত। কখনও কখনও ক্ষতিবিক্ষত করে। কারণ রক্তের গন্ধে দ্রুত আকৃষ্ট হয় ‘শিকার’।

মানুষের এই নৃশংসতা অস্বীকার করা হয়েছে বহুবার। কিন্তু একাধিক বার বিভিন্ন পত্রপত্রিকায় এমনই খবর উঠে এসেছে।

১৯২৩ সালে মার্কিন এক পত্রিকায় লেখা হয়েছিল, ‘জলার ধারে বাচ্চাদের ছেড়ে দেওয়া হত। বন্দুকবাজ শিকারের অপেক্ষায় লুকিয়ে থাকত আশপাশে। কুমির এগোলেই গর্জন করে উঠত বন্দুক।’ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল ‘ভুয়া সংবাদ’। কিন্তু মার্কিন মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছিল খবরটি। ফলে এটা মেনে নেওয়া হয়, শ্বেতাঙ্গ মার্কিনিদের কাছে এ খবর বিশ্বাসযোগ্য লেগেছে।

জিম ক্রো মিউজিয়ামে একটি ছবি মিলেছিল। ছবিটি ফ্লোরিডার এক বাসিন্দার তোলা। তিনি নিজের বাড়ির দেওয়ালে টাঙিয়ে রেখেছিলেন। ছবিতে ন’টি নগ্ন আফ্রিকান শিশু। তলায় লেখা ‘অ্যালিগেটর বেট’।

১৯০৮ সালের ৩ জুন একটি প্রথম সারির মার্কিন দৈনিকে খবর হয়েছিল— ‘নিউইয়র্ক চিড়িয়াখানার এক কর্মী দু’টি কৃষ্ণাঙ্গ শিশুকে কুমিরের খাঁচায় টোপ হিসেবে ব্যবহার করেছে। চিড়িয়াখানায় ঘুরতে আসা লোকেদের কুমির দেখাতে প্রাণীগুলোকে শীতকালীন ট্যাঙ্ক থেকে গরমকালে থাকার বিশেষ ট্যাঙ্কে সরানোর দরকার হয়ে পড়েছিল। আর কোনো উপায় খুঁজে পায়নি কেউ। কুমিরের খাঁচায় বাচ্চা দু’টিকে টোপ হিসেবে ঢোকানো হয়েছিল।’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ পরে সাফাই দিয়েছিলেন, বিজ্ঞাপন দেখে ওই বাচ্চা দুটির মায়েরা নিজেরাই এসেছিলেন তাদের কাছে। দুই ডলার করে দেওয়া হয়েছিল নারীদের। তাছাড়া, বাচ্চা দুটির কোনও ক্ষতিও হয়নি। যদিও পরের প্রশ্নটাই উঠেছিল, সেই সময়ে কৃষ্ণাঙ্গ নারীরা লিখতে-পড়তে পারতেন না। তারা বিজ্ঞাপন দেখলেন কীভাবে! আজ অবধি এ প্রশ্নের উত্তর দেয়নি প্রশাসন।

 

 

টাইমস/এসআই

 

 

 

Share this news on:

সর্বশেষ

img
অন্যদের থেকে আলাদা হওয়ার চেষ্টা, নিজস্ব দর্শন প্রকাশ জোজোর Nov 22, 2025
img
ঐশ্বর্যকে শাসন করার দায়িত্ব আমার নয়: জয়া বচ্চন Nov 22, 2025
img
চট্টগ্রামে ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭০-৮০ শতাংশ ভবন Nov 22, 2025
img
দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সুযোগ মিস করলেন সাদমান ইসলাম Nov 22, 2025
img
আর পেশাদার ফুটবলে ফিরছেন না ব্রাজিলিয়ান তারকা ফার্নান্দিনিয়ো Nov 22, 2025
img
ঢাকায় এসেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী Nov 22, 2025
img
ট্রাম্পের প্রস্তাবে হয় আত্মমর্যাদা হারাব, নয়তো আমেরিকাকে: জেলেনস্কি Nov 22, 2025
img

মির্জা ফখরুল

ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি Nov 22, 2025
img
পাকিস্তানে গ্লু তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬ Nov 22, 2025
img
বাংলায় দ্বিতীয় সিনেমা হিটের পর বদলে গিয়েছিল ভাবনা: দেব Nov 22, 2025
img

গোলাম পরওয়ার

গোলাম পরওয়ার নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড Nov 22, 2025
img
ভালোবাসার তালায় লেখা ‘পরী-শাওন’ Nov 22, 2025
img
গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই : আমান উল্লাহ আমান Nov 22, 2025
img
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, সব ক্রীড়া প্রতিযোগিতা বন্ধের নির্দেশ Nov 22, 2025
img
পঞ্চগড়ে হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা Nov 22, 2025
img
১৩২ রানে অলআউট অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০ Nov 22, 2025
img
ঢাকায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র Nov 22, 2025
img
‘পুরো ইন্টারনেট ভাবছে আমরা প্রেম করছি, কিন্তু আমরা তা করছি না’ Nov 22, 2025
img
জীবনকে অবহেলা নয়, নিজস্ব উপলব্ধি প্রিয়াঙ্কা চোপড়ার Nov 22, 2025
img
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপে যেতে চালু হচ্ছে ফেরি সার্ভিস Nov 22, 2025