তিন জার্মান সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্ত তুরস্কের

জার্মানির তিন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে তুরস্ক। পাশাপাশি ১০ দিনের মধ্যে তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিবিসির।

তিন জার্মান সাংবাদিক হলেন, থমাস সিবার্ট (তাগেসপিগেল), জর্গ ব্রাসে (জেডডিএফ ব্যুরো প্রধান), হালির গুলবেয়াজ (এনডিআর টিভির সাংবাদিক)।

দুই সাংবাদিক রোববারই (১০ মার্চ) তুরস্ক ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি। আর অপরজন আগে থেকেই জার্মানিতে অবস্থান করছিলেন।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস তুরস্কের এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। সংবাদমাধ্যম তাগেসপিগেলকে হেইকো মাস বলেন, সমালোচনামূলক সংবাদমাধ্যম ছাড়া মুক্ত গণতন্ত্র টিকে থাকতে পারে না।

সাংবাদিক জর্গ ব্রাসে বিবিসিকে বলেন, আমরা মনে করি বিদেশি সংবাদমাধ্যমের ওপর চাপ বাড়ানোর একটি কৌশল এটি। সরকার দেশটির জাতীয় সংবাদমাধ্যমগুলোর কম বেশি কণ্ঠরোধ করতে সক্ষম হলেও, এখন তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

এই প্রথম তুরস্ক আনুষ্ঠানিকভাবে কোনও বিদেশি সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড দিতে অস্বীকৃতি জানালো বলে মনে করা হচ্ছে।

তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে বেশ কিছু তুর্কি সাংবাদিক দেশটির কারাগারে রয়েছেন। বিরোধী সংবাদপত্র কামহুরিয়েতের কর্মীদেরকে সন্ত্রাসবাদের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: