সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি: শাজাহান খানকে সভাপতি করা নিয়ে প্রশ্ন

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে শাজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন উঠেছে।

সোমবার এক সম্পূরক প্রশ্নে বিরোধী দল জাতীয় পার্টির ফখরুল ইমাম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করেন, ‘বদিকে (কক্সবাজারের সাবেক সাংসদ আবদুর রহমান বদি) দিয়ে মাদক নিয়ন্ত্রণ আর শাজাহান খানকে দিয়ে সড়ক কন্ট্রোল (নিয়ন্ত্রণ) কতটা সম্ভব? গরু-ছাগল চিনলে লাইসেন্স দেওয়া যাবে, শাজাহান খানের এই মন্তব্যে সারা দেশ তোলপাড় হয়েছিল। ওনার এক হাসি ওই সময় দেশে কী পরিস্থিতি তৈরি করেছিল। তাকে দিয়ে সরকারের কতখানি কমিটমেন্ট (প্রতিশ্রুতি) রক্ষা হবে?’

জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অভিজ্ঞ মানুষ হিসেবে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটিতে শাজাহান খানের নাম প্রস্তাব করা হয়েছে। তাকে প্রধান করার সময় উপস্থিত কারও কোনো বিরোধিতা আসেনি। এখানে তার কোন স্মিত হাসির জন্য কী সমস্যা হয়েছে, সেটা দেখব না। এখানে ব্যক্তি বিষয় না। দেখা হবে তারা সড়কে শৃঙ্খলা আনতে সবাই মিলে কী সুপারিশ তৈরি করেন। এই কমিটির কাছ থেকে যতটা আশা করা হচ্ছে, তার থেকে ভালো প্রতিবেদনও তো আসতে পারে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সাম্প্রতিককালে দেশে দুর্ঘটনাজনিত পরিস্থিতির কিছু অবনতি ঘটায় আমরা জরুরি ভিত্তিতে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা ডেকেছিলাম। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী, পরিবহনসংশ্লিষ্ট নেতৃবৃন্দ, ইলিয়াস কাঞ্চন, সৈয়দ আবুল মকসুদসহ সড়ক বিশেষজ্ঞরাও ছিলেন। সবার উপস্থিতিতে সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি সুপারিশমালা তৈরির জন্য ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। সেখানে শাজাহান খানের নেতৃত্বে ১৫ জনের এই কমিটি করা হয়েছে। কাজেই এখানে ব্যক্তি বিষয় নয়। একজনই পুরো প্রতিবেদনটি প্রণয়ন করবেন না। তিনি যেহেতু অভিজ্ঞ মানুষ, সে জন্য তাঁর নামটি এখানে প্রস্তাব করা হয়েছে।’

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে সড়কে বিশৃঙ্খলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ভিআইপি হয়ে উল্টো পথে যাই। এটা তো স্বাভাবিক বিষয় নয়। ভিআইপিরা অসাধারণ মানুষ, তাঁরা যদি উল্টো পথে চলেন তাহলে সাধারণ মানুষ কী করবে?’

সড়কের দুর্ঘটনার বিষয়টি সব থেকে দুর্ভাবনার, মন্তব্য করে মন্ত্রী বলেন, কেবল সড়ক বিভাজক দিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। পাশে ফুটওভার ব্রিজ (পদচারী–সেতু) থাকলেও দেখা যায়, মানুষ লাফ দিয়ে ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছেন। মাকে বাচ্চা কোলে নিয়েও রাস্তা পার হতে দেখা যায়। সড়কে সব থেকে জরুরি হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু কেউ এটা কেউ মানতে চান না। মোবাইল কানে দিয়ে মধুর স্বরে কথা বলতে বলতে রাস্তা পান হন, আর বাস চাপা দিয়ে চলে যায়।’

সরকারি দলের আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে সড়ক পরিবহনের আওতায় রাস্তার পরিমাণ ২১ হাজার ৫৯৫ দশমিক ৪৯ কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার ৯০৬ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪ হাজার ৪৮২ দশমিক ৫৪ কিলোমিটার ও জেলা সড়ক ১৩ হাজার ২০৬ দশমিক ৯২ কিলোমিটার। মন্ত্রীর তথ্য অনুযায়ী, সড়ক বিভাগের সব থেকে বেশি রাস্তা রয়েছে চট্টগ্রাম বিভাগে ৯৭৭ দশমিক ৫২ কিলোমিটার এবং সব থেকে কম মেহেরপুর জেলায় ১২৪ দশমিক ৮৩ কিলোমিটার।

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটায় সংসদের অধিবেশন শুরু হয়।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত Oct 23, 2025
img
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস Oct 23, 2025
img
বায়ু দূষণের শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান কত? Oct 23, 2025
img
সরকার থেকে বিতর্কিত ব্যক্তিদের চলে যেতে হবে : আমীর খসরু Oct 23, 2025
img
সৌদির নতুন গ্র্যান্ড মুফতিকে শায়খ সুদাইসের শুভেচ্ছা ও অভিনন্দন Oct 23, 2025
img
‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না’ Oct 23, 2025
img
প্রতিবার পুতিনের সঙ্গে কথা বলি, কিন্তু তারপর কিছুই এগোয় না : ট্রাম্প Oct 23, 2025
img
সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি Oct 23, 2025
img
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার Oct 23, 2025
img
গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪ Oct 23, 2025
img

মানবতাবিরোধী অপরাধ

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ Oct 23, 2025
img

বিচার নিয়ে আইন উপদেষ্টা

সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয় Oct 23, 2025
img
১৭ কেজি ওজন কমালেন, তবু দলে সুযোগ হচ্ছে না ভারতীয় ক্রিকেটারের Oct 23, 2025
img
সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিতে ১২ দফা নির্দেশনা জারি Oct 23, 2025
img
আজ সিইসির সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধিদল Oct 23, 2025
img
বিএনপির বন্ধু আছে, প্রভু নেই : ডা. জাহিদ Oct 23, 2025
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Oct 23, 2025
img
আগুনের ঘটনা এড়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা জারি Oct 23, 2025
img
আমরা সবাই জীবনের জাহাজে ভাসছি : ইরফান খান Oct 23, 2025
img
স্থগিত এলপিএল , বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশকে ডাকছে শ্রীলঙ্কা Oct 23, 2025