সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি: শাজাহান খানকে সভাপতি করা নিয়ে প্রশ্ন

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে শাজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন উঠেছে।

সোমবার এক সম্পূরক প্রশ্নে বিরোধী দল জাতীয় পার্টির ফখরুল ইমাম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করেন, ‘বদিকে (কক্সবাজারের সাবেক সাংসদ আবদুর রহমান বদি) দিয়ে মাদক নিয়ন্ত্রণ আর শাজাহান খানকে দিয়ে সড়ক কন্ট্রোল (নিয়ন্ত্রণ) কতটা সম্ভব? গরু-ছাগল চিনলে লাইসেন্স দেওয়া যাবে, শাজাহান খানের এই মন্তব্যে সারা দেশ তোলপাড় হয়েছিল। ওনার এক হাসি ওই সময় দেশে কী পরিস্থিতি তৈরি করেছিল। তাকে দিয়ে সরকারের কতখানি কমিটমেন্ট (প্রতিশ্রুতি) রক্ষা হবে?’

জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অভিজ্ঞ মানুষ হিসেবে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটিতে শাজাহান খানের নাম প্রস্তাব করা হয়েছে। তাকে প্রধান করার সময় উপস্থিত কারও কোনো বিরোধিতা আসেনি। এখানে তার কোন স্মিত হাসির জন্য কী সমস্যা হয়েছে, সেটা দেখব না। এখানে ব্যক্তি বিষয় না। দেখা হবে তারা সড়কে শৃঙ্খলা আনতে সবাই মিলে কী সুপারিশ তৈরি করেন। এই কমিটির কাছ থেকে যতটা আশা করা হচ্ছে, তার থেকে ভালো প্রতিবেদনও তো আসতে পারে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সাম্প্রতিককালে দেশে দুর্ঘটনাজনিত পরিস্থিতির কিছু অবনতি ঘটায় আমরা জরুরি ভিত্তিতে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা ডেকেছিলাম। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী, পরিবহনসংশ্লিষ্ট নেতৃবৃন্দ, ইলিয়াস কাঞ্চন, সৈয়দ আবুল মকসুদসহ সড়ক বিশেষজ্ঞরাও ছিলেন। সবার উপস্থিতিতে সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি সুপারিশমালা তৈরির জন্য ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। সেখানে শাজাহান খানের নেতৃত্বে ১৫ জনের এই কমিটি করা হয়েছে। কাজেই এখানে ব্যক্তি বিষয় নয়। একজনই পুরো প্রতিবেদনটি প্রণয়ন করবেন না। তিনি যেহেতু অভিজ্ঞ মানুষ, সে জন্য তাঁর নামটি এখানে প্রস্তাব করা হয়েছে।’

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে সড়কে বিশৃঙ্খলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ভিআইপি হয়ে উল্টো পথে যাই। এটা তো স্বাভাবিক বিষয় নয়। ভিআইপিরা অসাধারণ মানুষ, তাঁরা যদি উল্টো পথে চলেন তাহলে সাধারণ মানুষ কী করবে?’

সড়কের দুর্ঘটনার বিষয়টি সব থেকে দুর্ভাবনার, মন্তব্য করে মন্ত্রী বলেন, কেবল সড়ক বিভাজক দিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। পাশে ফুটওভার ব্রিজ (পদচারী–সেতু) থাকলেও দেখা যায়, মানুষ লাফ দিয়ে ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছেন। মাকে বাচ্চা কোলে নিয়েও রাস্তা পার হতে দেখা যায়। সড়কে সব থেকে জরুরি হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু কেউ এটা কেউ মানতে চান না। মোবাইল কানে দিয়ে মধুর স্বরে কথা বলতে বলতে রাস্তা পান হন, আর বাস চাপা দিয়ে চলে যায়।’

সরকারি দলের আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে সড়ক পরিবহনের আওতায় রাস্তার পরিমাণ ২১ হাজার ৫৯৫ দশমিক ৪৯ কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার ৯০৬ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪ হাজার ৪৮২ দশমিক ৫৪ কিলোমিটার ও জেলা সড়ক ১৩ হাজার ২০৬ দশমিক ৯২ কিলোমিটার। মন্ত্রীর তথ্য অনুযায়ী, সড়ক বিভাগের সব থেকে বেশি রাস্তা রয়েছে চট্টগ্রাম বিভাগে ৯৭৭ দশমিক ৫২ কিলোমিটার এবং সব থেকে কম মেহেরপুর জেলায় ১২৪ দশমিক ৮৩ কিলোমিটার।

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটায় সংসদের অধিবেশন শুরু হয়।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
ভারতেই দুটি ভিন্ন ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের পরিকল্পনা আইসিসির Jan 12, 2026
img
নির্ধারিত মূল্যের বেশি সার বিক্রির অভিযোগে ডিলারকে জরিমানা Jan 12, 2026
img
ইরানের বিরুদ্ধে ‘খুব শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী: ট্রাম্প Jan 12, 2026
img
দেশে ঘন কুয়াশায় নদী অববাহিকায় কমতে পারে দৃষ্টিসীমা Jan 12, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ Jan 12, 2026
img
নীলফামারীতে চাঁদাবাজির প্রতিবাদে ৩ দিন ধরে মাছ বাজার বন্ধ Jan 12, 2026
img
ভোলা সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক Jan 12, 2026
img
১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট Jan 12, 2026
img
ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের Jan 12, 2026
img
সিলেটে পোস্টাল ব্যালেটে ভোট দেওয়ার তালিকায় ৩০০ কারাবন্দি Jan 12, 2026
img
ইরান ও সিরিয়ায় শান্তির জন্য পোপের প্রার্থনা Jan 12, 2026
img
গাড়ি থামিয়ে হামিমের সঙ্গে হাত মেলালেন তারেক রহমান Jan 12, 2026
img
দেশের সর্বস্তরের মানুষের পরামর্শ নেবেন তারেক রহমান Jan 12, 2026
img
ট্রাম্প শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন না: সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড ম্যান্ডেলসন Jan 12, 2026
img
শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, তাপমাত্রা ১০ ডিগ্রি Jan 12, 2026
img
ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Jan 12, 2026
img
ইরানে বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ গেল ৫৩৮ জনের Jan 12, 2026
img
ফুসফুসের যত্নে কোন খাবারগুলি রাখা জরুরি Jan 12, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Jan 12, 2026
img
সুনামগঞ্জে আধিপত্য নিয়ে বিরোধে জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ Jan 12, 2026