হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর আনোয়ারপুর গ্রামে পানি ছাড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, বাড়িতে পানি ছাড়াকে কেন্দ্র করে ওই গ্রামের লেবু মিয়ার ছেলে জাকির হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা হয় একই এলাকার মৃত বারিক মিয়ার ছেলে শাহজাহান মিয়ার। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে, জাকির হোসেন, অভি আহমেদ, নবীর হোসেন, রাজিব আহমেদ, আদনাতুল, জয়নাল মিয়া, জিসান আহমেদ, সুমন আহমেদ, শাহজাহান, লিজা আক্তার, নিপা আক্তার ও ছালেকা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টাইমস/জিএস