ইসি কার পক্ষে সেটা ৩০ ডিসেম্বরের পর বোঝা যাবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে সেটা ৩০ ডিসেম্বরের পর বোঝা যাবে। নির্বাচনের পরিবেশ যেমন আছে, তেমনটি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে।

বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির আগের অভ্যাস। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে।

তিনি বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে। বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।

তফসিলের পর বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ করে ছাড় পাবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সম্পাদক।

Share this news on: