ব্যথা পেলে গাছও আর্তনাদ করে
০৯:৫৪এএম, ১৫ ডিসেম্বর ২০১৯, রোববার
অনেকেই ভাবেন যে, গাছের ডাল কাটলে বা পাতা ছিঁড়লে গাছ কোনো ব্যথা অনুভব করে না। কিন্তু নতুন এক গবেষণা বলছে- গাছও ব্যথা পায় আর আমাদের মতোই আর্তনাদ করে অন্যদেরকে জানান দেয়। সম্প্রতি তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল আবিষ্কার করেছেন যে, কিছু গাছপালা যখন পরিবেশগত চাপের মধ্যে থাকে তখন তারা উচ্চ ফ্রিকোয়েন্সির (আল্ট্রাসনিক) শব্দ নির্গত করে।
বিস্তারিত