শীর্ষে থেকে চট্টগ্রাম পর্বে ভাইকিংস

শুক্রবার শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এই পর্বে পাঁচ দিনে মোট ১০টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই চট্টগ্রাম পর্ব শুরু করবে ঘরের দল চিটাগাং ভাইকিংস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকার দুই পর্ব এবং মাঝে সিলেট পর্বে মাঠে গড়িয়েছে ২৮টি ম্যাচ। এখনো বাকি রয়েছে টুর্নামেন্টের ১৮টি ম্যাচ। শেষের এই ১৮ ম্যাচের ১০টি খেলা হবে দেশের বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

শুক্রবার রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচদিনের এই চট্টগ্রাম পর্ব। স্বভাবতই চট্টগ্রামে সবচেয়ে বেশি ৪টি ম্যাচ খেলবে স্বাগতিক দল চিটাগং ভাইকিংস। এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬ ম্যাচ জিতে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। চট্টগ্রাম পর্বেই নিজেদের বাকি থাকা ৫ ম্যাচের ৪টি খেলে ফেলবে মুশফিকুর রহীমের দল।

চিটাগং ভাইকিংসের মতো রাজশাহী কিংসও নিজেদের শেষ ৪ ম্যাচই খেলবে চট্টগ্রাম পর্বে। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ৩টি, সিলেট সিক্সার্স ৩টি, খুলনা টাইটানস ২টি, কুমিল্লা ভিক্টোরিয়ানস ২টি ও ঢাকা ডায়নামাইটস ২টি করে ম্যাচ খেলবে চট্টগ্রাম পর্বে ।

চট্টগ্রাম পর্ব শুরুর আগে পয়েন্ট টেবিল

১. চিটাগং ভাইকিংস ৭ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট (+০.৩৩৯)
২. ঢাকা ডায়নামাইটস ৮ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট (+১.৩৬১)
৩. কুমিল্লা ভিক্টোরিয়ানস ৮ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট (-০.০৩৭)
৪. রংপুর রাইডার্স ৮ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট (+০.২৬৪)
৫. রাজশাহী কিংস ৮ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট (-০.৩৪৯)
৬. খুলনা টাইটানস ৯ ম্যাচে ২ জয় ৪ পয়েন্ট (-০.৬৫৩)
৭. সিলেট সিক্সার্স ৮ ম্যাচে ১ জয় ২ পয়েন্ট (-০.৮৪২)

চট্টগ্রাম পর্বের সূচি (২৫-৩০ জানুয়ারি) 

২৫ জানুয়ারি, শুক্রবার, সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস, দুপুর ২.০০
২৫ জানুয়ারি, শুক্রবার, চিটাগং ভাইকিংস-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৭.০০
২৬ জানুয়ারি, শনিবার, সিলেট সিক্সার্স-খুলনা টাইটানস, দুপুর ১২.৩০
২৬ জানুয়ারি, শনিবার, চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস, বিকেল ৫.২০
২৮ জানুয়ারি, সোমবার, খুলনা টাইটানস-কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুপুর ১২.৩০
৮ জানুয়ারি, সোমবার, ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স, বিকেল ৫.২০
২৯ জানুয়ারি, মঙ্গলবার, চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুপুর ১২.৩০
২৯ জানুয়ারি, মঙ্গলবার, রংপুর রাইডার্স-রাজশাহী কিংস, বিকেল ৫.২০
৩০ জানুয়ারি, বুধবার, চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস, দুপুর ১২.৩০
৩০ জানুয়ারি, বুধবার, সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস, বিকেল ৫.২০

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: