রাজধানীতে বজ্রপাতের পর দরজায় হাত দিয়ে কিশোরীসহ ৩ জনের মৃত্যু

রাজধানীর মালিবাগে বজ্রপাতের পর বিদ্যুস্পৃষ্টে দুই কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হল- সাবিনা আক্তার পাখি (১৪), সোমা (১৪) ও আবুল মিয়া (৬০)।

শনিবার (৫ জুন) দুপুরে মালিবাগ চৌধুরীপাড়ার একটি টিনশেড বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মৃত সবাই চৌধুরীপাড়ার টিনসেড বস্তিতে বসবাস করত। শনিবার বিকালে বজ্রপাতের পর বস্তির একটি লোহার দরজা বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় অসাবধানতাবশতঃ দুই কিশোরী ও বৃদ্ধ আবুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আবুল মিয়া ও শিশু সোমার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ গণমাধ্যমকে বলেন, মৃত তিনজনই টিনের ঘরে বসবাস করত। বজ্রপাতের পর তাদের ঘরের গেট বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় গেট স্পর্শ করলে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। হাসপাতালে আরও দুজন মারা যায়।

 

টাইমস/এসএন

Share this news on: