মির্জা ফখরুলকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে বললেন ওবায়দুল কাদের

সরকারের সমালোচনা না করে নিজেদের ব্যর্থতার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

গতকাল মির্জা ফখরুল বলেন, 'শ্রীলঙ্কার চেয়েও আওয়ামী লীগ সরকারের অবস্থা আরও খারাপ হবে'। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, 'বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ একটি দল। এ দলের ব্যর্থ নেতা মির্জা ফখরুল। এসব ব্যর্থ নেতাদের এক্ষুণি পদত্যাগ করা উচিত। অন্যথায় মির্জা ফখরুলের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত।'

শ্রীলঙ্কার ব্যাপারটি নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগছেন উল্লেখ করে কাদের বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। বিএনপি অতীতেও নিজেদের ব্যর্থতা ঢাকতে অনেক কিছুর আশ্রয় নিয়েছে। কখনো আন্দোলন করে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। কখনো হেফাজতে ভর করেছে, কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনেও স্বপ্ন দেখেছিল। এ রকম সামর্থ্যহীন মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাজনৈতিক দলের সাময়িক আত্মতুষ্টিতে ভোগা ছাড়া আর কিছুই করার নেই। ফখরুল সাহেব কি জানেন এই মুহূর্তে শ্রীলঙ্কার রিজার্ভ ৫০ মিলিয়ন এর নিচে। আর বাংলাদেশের রিজার্ভ ৪৪ শতাংশ।’ 

Share this news on: