বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আবারো মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় আরো ৫ রোহিঙ্গাও আহত হয়েছে বলে দাবী করেছে স্থানীয়রা। নিহত ইকবাল হোসেন নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যার পর ৫ টি মর্টার শেল এসে পড়ে সীমান্ত এলাকায়। এর মধ্যে নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পে ৩ টি ও স্থানীয় এলাকায় এসে পড়ে ২ টি মর্টার শেল।
রাত ৯ টার কিছু সময় পর উখিয়া এমএসএফ হাসপাতালে আনা হলে হতাহতের স্বজনরা এ তথ্য জানান।
এর আগে শুক্রবার দুপুরে আরেক এক দফা মাইন বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে অনথাইন চাকমা নামে এক যুবক আহত হয়।
অনথাইন চাকমা তুমব্রু চাকমাপাড়া এলাকার অংকে থাইন চাকমার ছেলে। এলাকাটি সীমান্ত ঘেঁষা।
তার স্বজনরা জানান, শুক্রবার দুপুরে গরু নিয়ে আসতে অনথাইন ও আরো কয়েকজন যুবক সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। সেখানে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হয় অন্য থাইন।
পরে তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বিকেল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে রাত ১০ টা নাগাদ উখিয়ার পালংখালী আঞ্জুমান পাড়া সীমান্তে বিকট শব্দে বিস্ফোরণের খবর জানায় স্থানীয়রা।