অবশেষে মুক্তি পাচ্ছে নায়ক বাপ্পির 'ডেঞ্জার জোন'

হাতে নতুন কাজ না থাকায় চলচ্চিত্র থেকে বেশ দূরেই আছেন নায়ক বাপ্পি চৌধুরী। শুটিং শুরু করার প্রায় পাঁচ বছর পর মুক্তির জন্য তৈরি ‘ডেঞ্জার জোন’ সিনেমা। ছবিটি সেন্সরবোর্ডের অনুমতির আগে প্রযোজক নায়কের মধ্যে দেনা পাওনায় নায়ক বাপ্পি নিজেই চলচ্চিত্রটির বাকী প্রযোজনার দায়িত্ব নেয়ার কথা শোনা যায়। এছাড়াও টাকার সংকটে বাকী কাজ শেষ করতে পরিচালক হতাশ হয়ে ঈগল মিউজিকে সকল স্বত্ত্ব কম টাকায় বিক্রি করে দেন। পরে প্রেক্ষাগৃহে মুক্তিতে বাধে বিপত্তি। পরিচালক বেলাল সানীর প্রথম কাজ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিয়ে শেষ পর্যন্ত পরিচালক সমিতির দারস্থ হয়েই অবশেষে ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। 

এই ‘ডেঞ্জার জোন’ সিনেমা দিয়েই বাপ্পীর সঙ্গে জলি প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন।

সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর এই ছবির নির্মাতা বেলাল সানি। এটি প্রথম ছবি তার। ২০১৭ সালের ২৮ মার্চ রাজধানীর একটি রেস্টুরেন্টে ছবিটির মহরত হওয়ার পর পরই শুটিং শুরু হলেও মাঝে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকে।

ছবিটির মুক্তির জন্য চলতি মাসের ১০ তারিখে সেন্সরের ছাড়পত্র হাতে পেয়েছেন পরিচালক। তিনি বলেন, ‘বাংলাদেশে এরকম ছবি কমই নির্মাণ হয়েছে। এই ছবিটি মুক্তির অপেক্ষায় অনেক কাজ হাতে নেইনি। ভালো লাগছে অবশেষে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করতে পেরে। অনেক সময় চলে গেছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা দর্শককে সুখবরটি দিতে পারছি বলেও আনন্দ পাচ্ছি। কিন্তু অল্প সময়ে মুক্তিতে ভয়ই পাচ্ছি।'

এর আগে গণমাধ্যমে নায়ক বাপ্পী ছবিটি নিয়ে বলেন, ‘অনেক পরিশ্রম করে ডেঞ্জার জোন ছবিতে অভিনয় করেছি। এটি পূর্ণাঙ্গ একটা হরর মুভি। পরিচালক নতুন হলেও প্রতিটি দৃশ্যায়নের তার বিচক্ষণতা আমাদের সবাইকে মুগ্ধই করেছে। ছবিটির জন্য আমরা কতটা কষ্ট করেছি আশা করি সেটা দর্শকরা হলে গিয়েই বুঝতে পারবেন।’

রিপোর্টটি লেখা পর্যন্ত নায়ক বাপ্পিকে ফোনে একাধিক কল করে পাওয়া যায়নি।

ছবিতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ। ‘ডেঞ্জার জোন’ প্রযোজনা করছেন সাকসেস মাল্টিমিডিয়া।

Share this news on:

সর্বশেষ

img
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ Dec 04, 2024
img
অর্থ পাচার:কীভাবে গোটা দেশের অর্থনীতি খালি করে দেয়া হলো,চাঞ্চল্যকর তথ্য প্রকাশ Dec 04, 2024
img
সরকারের পক্ষ থেকে জাতীয় ঘোষণা আসবে:জামায়াত আমির Dec 04, 2024
img
ভারতের সঙ্গে রামপালসহ ক্ষতিকর চুক্তিগুলো বাতিলের দাবি রাজনৈতিক দলগুলোর Dec 04, 2024
img
দেশকে অস্থির করার চেষ্টা চলছে,সবাইকে একজোট থাকতে হবে:ড. ইউনূস Dec 04, 2024
img
সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ ৫-১০ ডিসেম্বর Dec 04, 2024
img
অবশেষে মুক্তি পাচ্ছে নায়ক বাপ্পির 'ডেঞ্জার জোন' Dec 04, 2024
img
ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছিল তা সঠিক নয়:পররাষ্ট্র উপদেষ্টা Dec 04, 2024
img
জুনের মধ্যে মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য:গভর্নর Dec 04, 2024
img
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তে বাসিন্দাদের মিলনমেলা Dec 04, 2024