কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গোলাগুলিতে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো এক নারী।
মঙ্গলবার ( ৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের এ/এইচ-৫২ ব্লকে এই ঘটনা ঘটে।
নিহত তাসিয়া (১১) অই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিনের কন্যা। নিহত তাসিয়ার ভাবী গুলিবিদ্ধ দিল কায়াস (১৮) গুরুতর আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, রাতে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের এ/এইচ-৫২ ব্লকে পাহারারত স্বেচ্ছাসেবকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় ১০/১১ জনের একদল দুর্বৃত্ত।
এসময়, ঘটনাস্থলের কাছে থাকা ইয়াসিনের বসতঘরে দুইজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই মারা যায় শিশু তাসিয়া।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, " এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।