টেকনাফের বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরো ৪৩ জনকে। এরমধ্যে ৪ জন স্থানীয় বাংলাদেশী দালাল চক্রের সদস্য। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। এরমধ্যে ৮ জন নারী রয়েছে।
মঙ্গলবার টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার রোহিঙ্গারা জানান, দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা দেয়৷ বিভিন্ন ছোট ছোট ট্রলারে করে বড় বোটে তোলার পর এক পর্যায়ে পানি ঢুকে ওই ট্রলারটি ডুবে যায়৷
সেখানে প্রায় ৭০ থেকে ৮০ জন ছিলো বলে দাবী করেন উদ্ধাকৃতরা। সাঁতার কেটে অনেকে কূলে উঠে গেলেও কয়েকজন মারা গেছে বলে দাবী করেন তারা।
এছাড়া উদ্ধার ৪ দালাল টেকনাফ এবং মহেশখালীর বাসিন্দা। তারা নিজেদের দালাল নয় বলে দাবী করলেও বোটে থাকা রোহিঙ্গারা বলছেন এরাই তাদের নিয়ে যাচ্ছিলেন মালয়েশিয়া।
এদিকে স্থানীয় বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন ট্রলার ডুবির এই ঘটনায় এখন পর্যন্ত বিভিন্নভাবে ৪৩ জনকে উদ্ধার করার কথা জানান।
পুলিশ এবং কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে জানান এই জনপ্রতিনিধি।