কক্সবাজারের উখিয়ার বালুখালীতে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ব্লকের বাসিন্দা মোঃ ইলিয়াছ এর ছেলে মোঃ রাইয়ান (০৮)ও একই রোহিঙ্গা ক্যাম্পের ইসমাইলের ছেলে আবছার মিয়া(৯)।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেন।
বিষয় টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ।
স্থানীয় সুত্রে জানা যায়,শনিবার সকালে বেশ কয়েকজন লোক বাজারে যাওয়ার সময় রাস্তার পাশ্বে পুকুরে লাশ ভাসতে দেখেন।
পরে বিজিবির মাধ্যমে উখিয়া থানা পুলিশের নিকট খবর দেন। এঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের উপ পরিদর্শক আল আমিন ঘটনাস্থলে যান।সেখান থেকে লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুই শিশু নিখোঁজ ছিলেন।আজ(শনিবার)তাদের লাশ পাওয়া যায়।দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।তবে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।