মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির নর্থ ক্যারোলিয়ার উইলমিংটনে ভোটার দীর্ঘ সারি দেখে গেছে।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ ক্যারোলিনাতে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ভোট কেন্দ্র খোলা হয়। ভোট কেন্দ্র খোলার পরই প্রায় ৩০ থেকে ৪০ জন ভোটার ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যান।
যুক্তরাষ্ট্রের ২০টির বেশি রাজ্যে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। রাজ্যগুলোর মধ্যে রয়েছে- আলাবামা, ডেলাওয়্যার, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, কানসাস, ম্যারিল্যান্ড, ম্যাসাটুয়েটস, মিশিগান, মিশৌরি, রোড আইল্যান্ডপেনসিলভানিয়া, সাউথ ক্যারোলিনা ও টেনেসি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীর ২৭০টি ইলেকটোরাল ভোট দরকার। ট্রাম্প ও কমলার মধ্যে কে যাবেন হোয়াইট হাউসে তা নির্ধারণ করবে ব্যাটেলগ্রাউন্ডরাজ্যগুলো। যার মধ্য রয়েছে- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং উইশকন।