রাজধানীজুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে তাবলিগ ও কওমি আলেমদের ঢল নেমেছে। সম্মেলন ঘিরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা। এতে রাজধানীজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। অতিষ্ঠ হয়ে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় সম্মেলন শুরু হয়ে শেষ হয় বেলা ১টার দিকে। কিন্তু বেলা ওঠার সঙ্গে সঙ্গে লাখো ওলামা-মাশায়েখের ‍উপস্থিতিতে সম্মেলনস্থ পরিপূর্ণ হয়ে যায়।

এদিকে, ইসলামি মহাসম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা থাকলেও সম্মেলনের সীমানা ছাড়িয়ে ‍যায় রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ পর্যন্ত। ফলে শাহবাগ থেকে মৎস্য ভবন, কাকরাইল, প্রেস ক্লাব, শিক্ষা ভবন এলাকার সড়কে যান চলাচল করতে পারছে না। এ কারণে সায়েন্সল্যাব তথা মিরপুর রোড, চাঁনখারপুল, পল্টন, নয়া পল্টন, মগবাজার, তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, বিজয় সরণি এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

সড়কে যানজটের কারণে মেট্রোরেলে মানুষের চাপ ছিল বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। এর মধ্যে ইসলামী মহাসম্মেলনে যাওয়া হাজারো মাদরাসা ছাত্র, শিক্ষককে মেট্রোরেলে চড়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাতায়াত করতে দেখা গেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে মতিঝিল ও উত্তরাগামী যাত্রী চাপ বেশি দেখা গেছে। এতে মেট্রোরেলে নিয়মিত যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েছেন।

মেট্রোরেলের ফার্মগেট স্টেশন থেকে টিএসসি স্টেশনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র কামরুল ইসলাম। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের কারণে সড়ক পথে তীব্র যানজট তৈরি হয়। তাই অনেকেই বাস ছেড়ে মেট্রোরেলে টিকিট করেছেন। তবে সম্মেলনে আগতদের অনেকে শখে মেট্রোরেল ভ্রমণ করছেন। এতে মেট্রোরেল স্টেশনের প্রতিটি স্টেশনে উপচেপড়া ভিড় দেখা গেছে।

Share this news on:

সর্বশেষ

img
এলপিজির দাম কমালো বিইআরসি Nov 05, 2024
img
ইসলামি মহাসম্মেলনে বক্তারা: মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকার পতনের হুঁশিয়ারি Nov 05, 2024
img
রাজধানীজুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী Nov 05, 2024
img
ভূমিকম্প মোকাবিলায় সবাইকে প্রস্তুত রাখা সময়ের দাবি: ফারুক ই আজম Nov 05, 2024
img
প্রথম ভোটকেন্দ্রে সমানে সমান কমলা-ট্রাম্প Nov 05, 2024
img
নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না: রিজওয়ানা হাসান Nov 05, 2024
img
কয়লাখনি দুর্নীতি মামলা খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ নভেম্বর Nov 05, 2024
img
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩ হাজার ছাড়াল Nov 05, 2024
img
দেশে ইজতেমা একবারই হবে, দুবার নয়: মহাসম্মেলনে বক্তারা Nov 05, 2024
img
গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ Nov 05, 2024